Ajker Patrika

নিজেই বানাও নিজের জন্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১০: ৪২
নিজেই বানাও নিজের জন্য

বিকেলবেলা খেলাধুলা করে পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে রিনতির। ঘরে ঢুকেই দেখল মা স্যান্ডউইচ তৈরির প্রস্তুতি নিচ্ছেন। পাউরুটি মাত্র টোস্ট করে রাখা হয়েছে। এখনো মাংসের কিমা ভাজা হয়নি। অতক্ষণ সবুর করার উপায় নেই। বেসিনে হাত ধুয়ে এসে ডাইনিংয়ে টোস্ট করে রাখা দুই টুকরো রুটি নিল সে।

একটা হাফ প্লেটে রুটির টুকরো দুটি রেখে তার ওপর পিনাট বাটার বুলিয়ে নিল। এবার একটা কলার খোসা ছাড়িয়ে মাকে বলল গোল গোল করে কেটে দিতে। রুটির ওপর দুই টুকরো আর মাঝখানে এক টুকরো গোল করে কাটা কলা রাখল সে। ডাইনিং থেকে রিনতি মাকে বলল, ‘মা, কিশমিশের কৌটোটা যেন কোথায়?’ মা বললেন, ‘শেলফের ভেতর দেখ, হলুদ রঙের কৌটোয় আছে।’

রিনতি কৌটো থেকে কিশমিশ নিয়ে একটু ধুয়ে তারপর বসাল রুটির মাঝ বরাবর রাখা কলার ওপর আর দুই পাশে। পিনাট বাটার মাখানো পাউরুটিটা দেখোই না, এক্কেবারে ভালুকের মুখ হয়েছে, তাই না? খিদে পেলে মাকে বিরক্ত না করে তুমি নিজেই কিন্তু এমন মজাদার খাবার বানিয়ে নিতে পারো রিনতির মতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত