ওদের বাপও আমাকে গ্রেপ্তার করতে পারবে না, চ্যালেঞ্জ রামদেবের
আজ বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়ে এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “স্বামী রামদেবকে ওদের বাবাও গ্রেপ্তার করতে পারবে না। পাশাপাশি 'ওদের' বলতে তিনি কাকে বুঝিয়েছেন, তা নির্দিষ্ট করে তিনি বলেননি। কিন্তু ভারতের কেন্দ্র সরকারকেই সরাসরি চ্যালেঞ্জ করেছেন রামদেব, মনে করা হচ্ছে এমনটাই।