Ajker Patrika

আইফোনের লোভে ফাঁদে পা দেবেন না

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২: ৫৮
Thumbnail image


সম্প্রতি হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে একটি লিংক ফরওয়ার্ড করে দাবি করা হচ্ছে, কোমল পানীয় কোকাকোলার পক্ষ থেকে তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে আইফোন উপহার দেওয়া হচ্ছে। লিংকে একটি ফরম পাওয়া যাচ্ছে। ক্যাম্পেইনটির নাম দেওয়া হয়েছে ‘কোকাকোলা উন্নয়ন তহবিল’।

কোকাকোলার অফিসিয়াল ওয়েবসাইটের প্রচ্ছদফ্যাক্টচেক
কোকাকোলার ওয়েবসাইট ঘেঁটে ‘কোকাকোলা কল্যাণ তহবিল’ নামে কোনো ক্যাম্পেইন খুঁজে পাওয়া যায়নি এবং কোম্পানিটি এর আগেও কখনো এধরনের কোনো ক্যাম্পেইনের আয়োজন করেনি।

লিংকে যে ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করা হয়েছে তা কোকাকোলার অফিসিয়াল ওয়েবসাইট নয়। কোকাকোলা কোম্পানির মূল ওয়েবসাইটের ডিজাইন অনুকরণ করে  http://freegift.cdelz.com/coca ডোমেইন দিয়ে ভুয়া সাইট তৈরি করে এই ক্যাম্পেইনটি চালানো হচ্ছে।

এখানে উল্লেখ রয়েছে, এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আইফোন জেতা সম্ভব। তবে শর্ত হিসেবে ক্যাম্পেইনের লিংকটি পাঁচটি গ্রুপ এবং ২০ জন বন্ধুকে শেয়ার করতে হবে, পাশাপাশি নিজের ঠিকানা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ ধরনের ক্যাম্পেইনের মূল লক্ষ্যই থাকে ব্যবহারকারীর গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়া। 

এ ধরনের ক্যাম্পেইনের মূল লক্ষ্যই থাকে ব্যবহারকারীর গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়াএছাড়া ক্যাম্পেইনটিতে ‘কোকাকোলার বিশ বছর পূর্তি উদযাপন’ উল্লেখ থাকলেও কোকাকোলা কোম্পানি প্রতিষ্ঠা করা হয় ১৮৮৬ সালে অর্থাৎ ১৩৫ বছর আগে।

কোকাকোলা প্রতিষ্ঠিত হয় ১৮৮৬ সালে। ২০ বছর পূর্তির তথ্যটি সঠিক নয়সিদ্ধান্ত
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোকাকোলা কোম্পানির আইফোন উপহার দেওয়ার প্রচারণাটি প্রতারণামূলক।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত