ঢাকা : প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে ঢলে পড়ে যান ডেনমার্ক মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। সরাসরি ও টিভি পর্দায় এ দৃশ্য দেখে গোটা ফুটবল দুনিয়া তখন স্তব্ধ। দ্রুত মেডিকেল টিম মাঠে এসে সিপিআর (বুকে হাত দিয়ে শ্বা–প্রশ্বাস চালু করার চেষ্টা) দেয়। এরপর দ্রুত তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠে দুই দলের খেলোয়াড়েরা তখন স্তম্ভিত। খানিক পরেই উয়েফা ডেনমার্ক-ফিনল্যান্ডের খেলা স্থগিত করার সিদ্ধান্ত জানায়।
ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রে এরিকসেনের অসুস্থতা। এই দৃশ্য দেখে শোকে মহ্যমান ফুটবল দুনিয়া। সবার তখন একটাই প্রশ্ন, কেমন আছেন এরিকসেন? সঙ্গে একটাই প্রার্থনা, দ্রুত যেন সুসংবাদ আসে। এরিকসেন সুস্থ হয়ে ফিরে আসুক। এ সময় এরিকসেনের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন ক্রিস্টিয়ানো রোনালদো, সাস ফেব্রেগাস, জেসে লিনগার্ড, জেমি ডে, জামাল ভূঁইয়া, বেঞ্জামিন মেন্ডিসহ অনেকেই।
রোনালদো লিখেছেন, 'ক্রিস্টিয়ান ও তার পরিবারের জন্য আমাদের প্রার্থনা রইল। বিশ্ব ফুটবল ঐক্যবদ্ধ হয়ে সুসংবাদের অপেক্ষায় আছি। একসঙ্গে খেলতে উন্মুখ হয়ে আছি।' 'দয়া করো খোদা' লিখে টুইট করেন ২০১২ সালে একই ধরনের ঘটনার শিকার বোল্টন ওয়ান্ডারার্স তারকা ফেব্রিক মুয়াম্বা। এর কিছুক্ষণ পরই অবশ্য উয়েফার আরেকটি বিবৃতি স্বস্তির বার্তা নিয়ে আসে। উয়েফা জানায়, এরিকসেনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল আছে। এরপর ম্যাচ পুনরায় মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয় উয়েফা।
ডেনমার্কের খেলোয়াড়েরা মাঠে নামার সময় তাদের হাততালি দিয়ে অনুপ্রাণিতও করেন ফিনল্যান্ডের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত ভালো খেলেও ফিনল্যান্ডের কাছে এই ম্যাচে হেরে যায় ডেনমার্ক। ফিনিসদের পক্ষে ম্যাচের ৫৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন জোয়েল ফোজানপালো।
ঢাকা : প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে ঢলে পড়ে যান ডেনমার্ক মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। সরাসরি ও টিভি পর্দায় এ দৃশ্য দেখে গোটা ফুটবল দুনিয়া তখন স্তব্ধ। দ্রুত মেডিকেল টিম মাঠে এসে সিপিআর (বুকে হাত দিয়ে শ্বা–প্রশ্বাস চালু করার চেষ্টা) দেয়। এরপর দ্রুত তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠে দুই দলের খেলোয়াড়েরা তখন স্তম্ভিত। খানিক পরেই উয়েফা ডেনমার্ক-ফিনল্যান্ডের খেলা স্থগিত করার সিদ্ধান্ত জানায়।
ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রে এরিকসেনের অসুস্থতা। এই দৃশ্য দেখে শোকে মহ্যমান ফুটবল দুনিয়া। সবার তখন একটাই প্রশ্ন, কেমন আছেন এরিকসেন? সঙ্গে একটাই প্রার্থনা, দ্রুত যেন সুসংবাদ আসে। এরিকসেন সুস্থ হয়ে ফিরে আসুক। এ সময় এরিকসেনের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন ক্রিস্টিয়ানো রোনালদো, সাস ফেব্রেগাস, জেসে লিনগার্ড, জেমি ডে, জামাল ভূঁইয়া, বেঞ্জামিন মেন্ডিসহ অনেকেই।
রোনালদো লিখেছেন, 'ক্রিস্টিয়ান ও তার পরিবারের জন্য আমাদের প্রার্থনা রইল। বিশ্ব ফুটবল ঐক্যবদ্ধ হয়ে সুসংবাদের অপেক্ষায় আছি। একসঙ্গে খেলতে উন্মুখ হয়ে আছি।' 'দয়া করো খোদা' লিখে টুইট করেন ২০১২ সালে একই ধরনের ঘটনার শিকার বোল্টন ওয়ান্ডারার্স তারকা ফেব্রিক মুয়াম্বা। এর কিছুক্ষণ পরই অবশ্য উয়েফার আরেকটি বিবৃতি স্বস্তির বার্তা নিয়ে আসে। উয়েফা জানায়, এরিকসেনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল আছে। এরপর ম্যাচ পুনরায় মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয় উয়েফা।
ডেনমার্কের খেলোয়াড়েরা মাঠে নামার সময় তাদের হাততালি দিয়ে অনুপ্রাণিতও করেন ফিনল্যান্ডের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত ভালো খেলেও ফিনল্যান্ডের কাছে এই ম্যাচে হেরে যায় ডেনমার্ক। ফিনিসদের পক্ষে ম্যাচের ৫৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন জোয়েল ফোজানপালো।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৪ মিনিট আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
৪২ মিনিট আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
১ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
২ ঘণ্টা আগে