Ajker Patrika

অভিষেকেই রেকর্ড করা রবিনসনের ক্যারিয়ার হুমকির মুখে

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ঢাকা: অবশেষে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হলেন ওলি রবিনসন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে দেখা যাবে না এই ইংলিশ অলরাউন্ডারকে। ৮-৯ বছর আগে সামাজিক যোগযোগ মাধ্যমে তাঁর বর্ণবিদ্বেষী ও লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যের কারণে তাকে এই শাস্তি পেতে হচ্ছে।

লর্ডসে শততম ইংলিশ ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল রবিনসনের। এরপর হঠাৎ করেই তার পুরোনো কুকীর্তি নজরে আসে সবার। যা দেখে নড়েচড়ে বসেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টর পর রবিনসনের শাস্তির কথা জানিয়ে দিয়েছে ইসিবি। দ্রুত ইংল্যান্ডের ক্যাম্প ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

২০১৩ সালে বর্ণবিদ্বেষ ও লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন রবিনসন। বিষয়টি তখন কারোর নজরে আসেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে নামার কয়েক ঘণ্টা পরেই সেই পুরোনো টুইট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইসিবির নজরে আসতেও সময় লাগেনি। তারা জানিয়ে দেয়, বর্ণবিদ্বেষ সংক্রান্ত যেকোনো কাজের বিরোধী তারাও। ঘটনা পুরোনো হলেও শাস্তি পেতে হবে রবিনসনকে। এই টেস্ট শেষ হলেই শাস্তির কথা জানানো হবে।

ঘটনাটি দীর্ঘদিন আগের হলেও তাতে অবাক হয়েছিলেন ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন। হ্যারিসন বলেছিলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। একজন ইংলিশ ক্রিকেটারের থেকে এমন টুইট আশা করা যায় না।’ অবশেষে লর্ডস টেস্ট ড্রয়ের পর সব ধরনের ক্রিকেট থেকে রবিনসনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।
রবিনসন নিজেও এই ঘটনায় অনুতপ্ত। তাঁর বিরুদ্ধে ইসিবির আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ক্ষমা চেয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেছিলেন, ‘আমি অনুতপ্ত ও লজ্জিত এমন কাজের জন্য।’

লর্ডসে প্রথম টেস্টে এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছিলেন ৪২ রান। বল হাতে দুই ইনিংস মিলে নিয়েছিলেন ৭ উইকেট। টেস্ট ক্রিকেটে শুরুটা দুর্দান্ত হয়েছিল ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের। রবিনসনের এমন পারফরম্যান্স পর তাকে নিয়ে কথা বলেছিলেন জো রুট। ইংলিশ অধিনায়কের কণ্ঠে ঝরেছে প্রশংসা বাণী, ‘সে ব্যাট হাতে যেমন অবদান রেখেছে, বল হাতেও ছিল তেমন দুর্দান্ত। সে প্রথম ম্যাচেই যে ঝলক দেখিয়েছে অবশ্যই টেস্ট ক্রিকেটে সফল হতে পারে।’ কিন্তু এক টেস্টের পরে হুমকির মুখে রবিনসনের পুরো ক্যারিয়ার। রবিনসন নিজেও কি ভেবেছিলেন শুরুর রেশ না কাটতেই শেষের গান শুরু হয়ে যাবে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত