Ajker Patrika

ফেসবুক অ্যাকাউন্ট সাময়িক ডিঅ্যাকটিভ করবেন কীভাবে

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক যেমন মানুষে–মানুষে যোগাযোগ সহজ করেছে, তেমনি এর কারণে অনেককে মাঝেমধ্যেই বিপাকে পড়তে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়ে অনেকেই মাঝেমধ্যে কিছুদিন মাধ্যমটি থেকে বিচ্ছিন্ন থাকতে চান। আবার এমন অনেকে আছেন, যারা কোনো জরুরি কাজে মনোযোগ দেওয়া বা কিছুকাল নিভৃতে থাকতে চাওয়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন থাকতে চান। নানা কারণেই এমন ইচ্ছা তৈরি হতে পারে। মানুষের এই চাহিদাকে গুরুত্ব দিয়েই ফেসবুকে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার অপশন রাখা হয়েছে, যা আবার পরে চাইলে অ্যাকটিভ করে প্ল্যাটফর্মটিতে ফিরে আসা যায়।

গ্রাহক হিসেবে আপনি চাইলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করতে পারবেন। অস্থায়ীভাবে নিজের ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাকটিভেট করতে আপনাকে নিচের কাজগুলো করতে হবে।

  •  ফেসবুকের ওপরের ডানদিকে যে ‘ডাউন’ তীরচিহ্নটি আছে, সেটিতে ক্লিক করুন।
  •  ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি সিলেক্ট করুন। তারপর সেটিংস লেখাটিতে গিয়ে ক্লিক করুন।
  •  বাম পাশের কলামে থাকা ‘ইওর ফেসবুক ইনফরমেশন’ লেখাটিতে ক্লিক করুন।
  •  এর পর ‘ডিঅ্যাকটিভেশন অ্যান্ড ডিলিশন’ লেখাটিতে ক্লিক করুন।
  • ‘ডিঅ্যাকটিভেশন অ্যাকাউন্ট’ লেখাটি বেছে নিন। তারপর ‘কনটিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেশন’ অপশনে ক্লিক করুন। এর পর ফেসবুক আপনার এই নির্দেশটি পালনের আগে আপনার কাছ থেকে নিশ্চিত হতে চাইবে। ধাপগুলো অনুসরণ করুন।

যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করা হয়, তখন অন্য কেউ আপনার প্রোফাইল দেখতে পারবে না। কিছু তথ্য যেমন যে ম্যাসেজগুলো আপনি আপনার ফেসবুক বন্ধুদের পাঠিয়েছেন, তা দেখা যাবে। আপনার ফেসবুক বন্ধুরা আপনাকে তাদের ফ্রেন্ডলিস্টে দেখতে পাবে। গ্রুপ অ্যাডমিনরা আপনার কমেন্ট ও পোস্ট আপনার নামসহ দেখতে পাবে।

একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি আপনার ম্যাসেঞ্জার অপশনে অ্যাকটিভ বিষয়টি বেছে নেন এবং ম্যাসেঞ্জারে লগ–ইন থাকেন, তাহলে আপনি আপনার ফেসবুক বন্ধুর সঙ্গে ফেসবুকে চ্যাট করতে পারবেন। আপনার ফেসবুক প্রোফাইল ছবি ম্যাসেঞ্জারে চ্যাটের সময় দৃশ্যমান থাকবে। অন্য লোকেরা আপনাকে মেসেঞ্জারে খুঁজে নিয়ে ম্যাসেজ দিতে পারবে।

আপনি যখন খুশি আবার আপনার ডিঅ্যাকটিভেট করা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকটিভেট করতে পারবেন। ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাকটিভেট করার জন্য আপনার ই–মেইল ঠিকানা বা মোবাইল নম্বর যেটি আপনি লগ–ইন করার জন্য ব্যবহার করেন, সেটি প্রয়োজন হবে।

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা, আর ডিঅ্যাকটিভেট করা এক বিষয় নয়। ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করলে অ্যাকাউন্টটি আর ফিরে পাবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত