নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মাঠের চারদিকে পানি, মাঝে শুধু উইকেট জেগে আছে দ্বীপের মতো! কাল সাভারের বিকেএসপির মাঠের ছবি ছিল এমনই। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগের বিকেএসপির ম্যাচগুলো আনা হয়েছে ঢাকায়। মাঠের অবস্থা দেখে কারও মনে হতেই পারে, বিকেএসপির মাঠে মাছ চাষ করা যেতে পারে!
কাল ফেসবুকে বিকেএসপির মাঠের ছবি দিয়ে একজন পোস্টও করেছিলেন, চাইলেই ছিপ নিয়ে মাছ ধরতে বসে যেতে পারেন! আজ সকালে সত্যি সত্যিই সেখানে ধরা পড়ল বিশালাকৃতির মাগুর মাছ! ক্রিকেট মাঠের জমে থাকা পানিতে মাছ ধরার বিরল এক দৃষ্টান্ত তৈরি করল বিকেএসপি। আজ সকালে বিকেএসপির কিউরেটর নুরুজ্জামান নয়ন মাছের ছবি পোস্ট করে পোস্টও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বৃষ্টির পর বিকেএসপির তিন নম্বর মাঠে এই মাছটি আমরা ধরেছি।’
ক্রিকেট মাঠে মাছ এল কীভাবে? কিউরেটর নয়ন বলেছেন, ‘বিকেএসপির মাঠের পাশে অনেক পুকুর-ডোবা আছে। সেখান থেকেই হয়তো ড্রেন দিয়ে মাছ এসেছে। আমাদের ধরা মাছটির ওজন ১০-১২ কেজি হবে। শুধু একটি নয়, আরও মাছ ধরা পড়েছে মাঠে। অনেকেই মাছ ধরেছে।’
এত দিন পুকুর কিংবা নদী থেকে বড় বড় মাছ ধরার খবর শিরোনামে এসেছে। এবার ক্রিকেট মাঠেই মাছ ধরার ঘটনা ঘটল। সেটিও কি না বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে! এই বিকেএসপির দুটি মাঠের তত্ত্বাবধানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির তত্ত্বাবধানে থাকা মাঠে কেন এত পানি জমে থাকে, সে প্রশ্নে কাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমাদের দেশে মাঠগুলো কিছুটা নিচু জায়গায় থাকে। আর এখন যেভাবে উন্নয়ন কাজ হচ্ছে, তাতে দেখা যায় চারপাশের সব পানি মাঠেই চলে আসে।’
ঢাকা: মাঠের চারদিকে পানি, মাঝে শুধু উইকেট জেগে আছে দ্বীপের মতো! কাল সাভারের বিকেএসপির মাঠের ছবি ছিল এমনই। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগের বিকেএসপির ম্যাচগুলো আনা হয়েছে ঢাকায়। মাঠের অবস্থা দেখে কারও মনে হতেই পারে, বিকেএসপির মাঠে মাছ চাষ করা যেতে পারে!
কাল ফেসবুকে বিকেএসপির মাঠের ছবি দিয়ে একজন পোস্টও করেছিলেন, চাইলেই ছিপ নিয়ে মাছ ধরতে বসে যেতে পারেন! আজ সকালে সত্যি সত্যিই সেখানে ধরা পড়ল বিশালাকৃতির মাগুর মাছ! ক্রিকেট মাঠের জমে থাকা পানিতে মাছ ধরার বিরল এক দৃষ্টান্ত তৈরি করল বিকেএসপি। আজ সকালে বিকেএসপির কিউরেটর নুরুজ্জামান নয়ন মাছের ছবি পোস্ট করে পোস্টও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বৃষ্টির পর বিকেএসপির তিন নম্বর মাঠে এই মাছটি আমরা ধরেছি।’
ক্রিকেট মাঠে মাছ এল কীভাবে? কিউরেটর নয়ন বলেছেন, ‘বিকেএসপির মাঠের পাশে অনেক পুকুর-ডোবা আছে। সেখান থেকেই হয়তো ড্রেন দিয়ে মাছ এসেছে। আমাদের ধরা মাছটির ওজন ১০-১২ কেজি হবে। শুধু একটি নয়, আরও মাছ ধরা পড়েছে মাঠে। অনেকেই মাছ ধরেছে।’
এত দিন পুকুর কিংবা নদী থেকে বড় বড় মাছ ধরার খবর শিরোনামে এসেছে। এবার ক্রিকেট মাঠেই মাছ ধরার ঘটনা ঘটল। সেটিও কি না বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে! এই বিকেএসপির দুটি মাঠের তত্ত্বাবধানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির তত্ত্বাবধানে থাকা মাঠে কেন এত পানি জমে থাকে, সে প্রশ্নে কাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমাদের দেশে মাঠগুলো কিছুটা নিচু জায়গায় থাকে। আর এখন যেভাবে উন্নয়ন কাজ হচ্ছে, তাতে দেখা যায় চারপাশের সব পানি মাঠেই চলে আসে।’
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৬ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
৪৪ মিনিট আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে