ধনীর হস্তে চুরি অন্ধের জমি
মিরপুর ১ নম্বর সেকশনের সনি সিনেমা হল আর মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, মাঝে এক বিশাল বাণিজ্যিক ভবন—মিরপুর নিউমার্কেট। তিন বিঘা জমির ওপর গড়ে ওঠা ১৫ তলা ভবনটি আদতে অন্ধ কল্যাণ সমিতির প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু সেই সমিতির কেউই আর নেই সেখানে। তাদের বদলে এক প্রভাবশালী ব্যক্তি সবই দখল করে নিয়েছেন। তিনি সেখানে