Ajker Patrika

ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

জামালপুর প্রতিনিধি
ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

ন্যাশনাল ব্যাংক লিমিটেড জামালপুর শাখার সাবেক ব্যবস্থাপক সৈয়দ জহুর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে ব্যাংকের তহবিল তছরুপ ও গ্রাহকদের হিসাব থেকে ৩ কোটি ২৮ লাখ ৩৯ হাজার ৫৫ টাকা আত্মসাৎ করেছেন। 

অর্থ জালিয়াতির কাজে সৈয়দ জহুর আহমেদ তাঁর স্ত্রী উম্মে মরিয়ম ফেরদৌসকেও ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। গত ২৮ সেপ্টেম্বর এই মামলাটি দায়ের হয়।

বৃহস্পতিবার দুদক সূত্র জানায়, ন্যাশনাল ব্যাংক লিমিটেড জামালপুর শাখার এক্সিকিউটিভ অফিসার ও সাবেক ব্যবস্থাপক সৈয়দ জহুর আহমেদ মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার কামারখাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি ২০১০ সালের ২১ নভেম্বর থেকে চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ন্যাশনাল ব্যাংক জামালপুর শাখায় কর্মরত ছিলেন। 

তাঁর বিরুদ্ধে অভিযোগ—এই সময়ের মধ্যে তিনি ক্রেডিট কার্ড এবং আইবিটিএ সফটওয়্যার সম্পর্কিত যাবতীয় কাজ করার দায়িত্ব পালন করেন। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি তাঁর ও স্ত্রী উম্মে মরিয়ম ফেরদৌসের নামে ন্যাশনাল ব্যাংক থেকে ইস্যুকৃত চারটি ক্রেডিট কার্ডের মাধ্যমে মালামাল ক্রয় বাবদ ও নগদ টাকা উত্তোলন করেন। কিন্তু তিনি সেই টাকা (ঋণ) পরিশোধ করেননি। 

দুদক সূত্র থেকে আরও জানা গেছে, একই সঙ্গে তিনি ৪৫ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকের নামে ইস্যুকৃত বিভিন্ন কার্ডের বিপরীতে জমাকৃত অর্থ সঠিক সময়ে কার্ডের হিসাবে ব্যাংকে জমা না করে ব্যাংকের নিজস্ব ১২৮১০ নম্বর হিসাব থেকে ডেবিট (বিকলন) করে মোট ৩ কোটি ২৮ লাখ ৩৯ হাজার ৫৫ টাকা আত্মসাৎ করেছেন। এতে তিনি ফৌজদারি দণ্ডবিধি ৪০৯ / ৪২০ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে প্রতীয়মান হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে সৈয়দ জহুর আহমেদকে আসামি করে দুদকে একটি মামলা দায়ের হয়েছে। 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত