Ajker Patrika

কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা চান ডা. সাবরিনা, আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা চান ডা. সাবরিনা, আবেদন খারিজ

নির্বাচন কমিশনের (ইসি) করা প্রতারণা ও জাল জালিয়াতির মামলায় কারাবন্দী ডা. সাবরিনা শারমিন হোসেন ওরফে সাবরিনা আরিফ চৌধুরী কারাগারে প্রথম শ্রেণির কয়েদির মর্যাদা চেয়েছিলেন। তবে আদালত সে আবেদন খারিজ করে দিয়েছেন। 

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা ড. সাবরিনার আইনজীবী প্রণব কুমার কান্তি তাঁর মক্কেলের প্রথম শ্রেণির মর্যাদা চেয়ে গত ১৫ নভেম্বর আবেদন করেন। শুনানি শেষে আদালত আজ মঙ্গলবার শুনানির তারিখ ধার্য করেন। 

আজ ডা. সাবরিনাকে আদালতে হাজির করা হয়েছিল। কিন্তু তাঁর আইনজীবী আবেদনের ওপর শুনানি না করায় আদালত আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে নির্ধারিত থাকলেও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য করেছেন। 

 ২০২০ সালের ৩১ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে গুলশান থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে রাজধানীর বাড্ডা থানায় এ মামলা করেন। 

মামলায় বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়ে এবং একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে আইন অনুযায়ী অপরাধ করেছেন ডা. সাবরিনা। তাঁর দুটি এনআইডির তথ্য তুলে ধরে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়। 

 ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় এ মামলা করা হয়। ১৪ ধারায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে। আর ১৫ ধারায় একাধিক জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগ প্রমাণিত হলেও একই শাস্তি হতে পারে। এ মামলায় ২০২০ সালের ২২ নভেম্বর জামিন পান সাবরিনা। তবে অন্য মামলায় জামিন না পাওয়ায় তাঁকে কারাগারে থাকতে হয়। 

চলতি বছর ১৯ জুলাই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা ও তাঁর স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে পৃথক তিন ধারায় ১১ বছর করে কারাদণ্ড দেন আদালত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত