Ajker Patrika

প্রধান শিক্ষকের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রধান শিক্ষকের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পেশকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকের হোসেন জাহাঙ্গীরের অভিযোগ, প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী বিদ্যালয়ের ১২ হাজার টাকা ব্যয় সংকুলানের কথা বলে সাদা চেকে তাঁর স্বাক্ষর নিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেছেন। এ নিয়ে কয়েকবার স্কুল কমিটি ও শিক্ষকদের বৈঠক হয়।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলা চলমান রয়েছে। তখন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন আবু বকর সিদ্দিক বাহার।

প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারের বরাদ্দ করা সব টাকা পরিচালনা কমিটি অনুমোদিত বিল-ভাউচারে সংরক্ষিত আছে। 
তবে তিনি সাদা চেকে সভাপতি জাহাঙ্গীরের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার কথা স্বীকার করে বলেন, চেকের টাকা উত্তোলন করে বিল-ভাউচারের মাধ্যমে সব নিয়ম অনুসরণ করে পাওনা পরিশোধ করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ বি এম নুরুজ্জামান বলেন, বিষয়টি মৌখিকভাবে জেনেছেন। লিখিত অভিযোগ পেলে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত