Ajker Patrika

৮ বছরে এসএসসি ১৭-তে এমবিবিএস!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৮ বছরে এসএসসি ১৭-তে এমবিবিএস!

ডা. সাবরিনার দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী, তিনি ৮ ও ১৭ বছর বয়সে যথাক্রমে এসএসসি ও এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন। জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের এই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার বাড্ডা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রণপ কুমার জানান, দু-তিন দিন আগে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের গুলশান জোনের পরিদর্শক রিপন উদ্দিন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ডাক্তার সাবরিনা জালিয়াতির মাধ্যমে দ্বিতীয় এনআইডি কার্ড তৈরি করেন। প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রমাণিত হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, ডা. সাবরিনার প্রথম এনআইডি অনুযায়ী জন্মতারিখ ১৯৭৬ সাল। পরে ২০১৬ সালে তৈরি করা দ্বিতীয় এনআইডিতে জন্মতারিখ দেওয়া হয় ১৯৮৩ সাল। ১৯৯১ সালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। ২০০০ সালে স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮৩ সালে জন্মতারিখ ধরলে তিনি মাত্র আট বছর বয়সে এসএসসি ও ১৭ বছরে এমবিবিএস পাস করেন। তিনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে ও প্রথম এনআইডির তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি তৈরি করেন, যা আইনগত অপরাধ।

এনআইডি জালিয়াতির অভিযোগে ২০২০ সালের ৩১ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত