নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রবাসী মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিসহ তাঁর পরিবারের আট সদস্যের বিরুদ্ধে ১২ কোটি টাকার চেক প্রতারণার মামলার শুনানি পিছিয়েছে। আজ বুধবার (৯ নভেম্বর) চট্টগ্রাম ষষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে মামলাটির শুনানি ধার্য তারিখ ছিল। আদালতের বেঞ্চ সহকারী হারুনুর রশিদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বিচারক ছুটিতে থাকায় বুধবার এই আদালতে কোনো মামলার শুনানি হয়নি।’
এর আগে গত মাসে নির্ধারিত তারিখে আদালতে হাজির থাকার জন্য নুরুল ইসলাম বিএসসিসহ তাঁর পরিবারের আট সদস্যদের বিরুদ্ধে সমন জারি করা হয়।
হারুনুর রশিদ বলেন, বুধবার আদালতে আসামিদের কেউ উপস্থিত ছিলেন না। তাঁরা এখনো আদালতে আত্মসমর্পণ করেননি। মামলাটির পরবর্তী শুনানির তারিখ পরে জানানো হবে।
গত ২২ মার্চ চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ‘ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড’ আগ্রাবাদ শাখার কর্মকর্তা মোহাম্মদ রফিক বাদী হয়ে ১২ কোটি ২৫ লাখ ৮৬ হাজার ২১৯ টাকার চেক প্রতারণার একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, তাঁর পারিবারিক প্রতিষ্ঠান সানোয়ারা ড্রিংকস এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নুরুল ইসলামের স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সানোয়ারা বেগম, তাঁর ছয় সন্তান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক জাহেদুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, পরিচালক ওয়াহিদুল ইসলাম ও পরিচালক সাকিলা বেগমকে।
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ওই আর্থিক প্রতিষ্ঠানটি থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ না করায় খেলাপি হন। চলতি বছর ৪ জানুয়ারি ঋণের দায় পরিশোধের জন্য আসামিদের পক্ষ থেকে বাদীকে ১২ কোটি ২৫ লাখ ৮৬ লাখ ২১৯ টাকার একটি চেক প্রদান করেন। পরে চেক দিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে চেকটি প্রত্যাখ্যান করা হয়। পরবর্তীতে বাদী টাকা পরিশোধের দাবি জানিয়ে ডাকযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালে তা ফেরত আসে। পরে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা দায়ের করেন বাদী।
চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রবাসী মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিসহ তাঁর পরিবারের আট সদস্যের বিরুদ্ধে ১২ কোটি টাকার চেক প্রতারণার মামলার শুনানি পিছিয়েছে। আজ বুধবার (৯ নভেম্বর) চট্টগ্রাম ষষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে মামলাটির শুনানি ধার্য তারিখ ছিল। আদালতের বেঞ্চ সহকারী হারুনুর রশিদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বিচারক ছুটিতে থাকায় বুধবার এই আদালতে কোনো মামলার শুনানি হয়নি।’
এর আগে গত মাসে নির্ধারিত তারিখে আদালতে হাজির থাকার জন্য নুরুল ইসলাম বিএসসিসহ তাঁর পরিবারের আট সদস্যদের বিরুদ্ধে সমন জারি করা হয়।
হারুনুর রশিদ বলেন, বুধবার আদালতে আসামিদের কেউ উপস্থিত ছিলেন না। তাঁরা এখনো আদালতে আত্মসমর্পণ করেননি। মামলাটির পরবর্তী শুনানির তারিখ পরে জানানো হবে।
গত ২২ মার্চ চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ‘ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড’ আগ্রাবাদ শাখার কর্মকর্তা মোহাম্মদ রফিক বাদী হয়ে ১২ কোটি ২৫ লাখ ৮৬ হাজার ২১৯ টাকার চেক প্রতারণার একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, তাঁর পারিবারিক প্রতিষ্ঠান সানোয়ারা ড্রিংকস এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নুরুল ইসলামের স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সানোয়ারা বেগম, তাঁর ছয় সন্তান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক জাহেদুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, পরিচালক ওয়াহিদুল ইসলাম ও পরিচালক সাকিলা বেগমকে।
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ওই আর্থিক প্রতিষ্ঠানটি থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ না করায় খেলাপি হন। চলতি বছর ৪ জানুয়ারি ঋণের দায় পরিশোধের জন্য আসামিদের পক্ষ থেকে বাদীকে ১২ কোটি ২৫ লাখ ৮৬ লাখ ২১৯ টাকার একটি চেক প্রদান করেন। পরে চেক দিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে চেকটি প্রত্যাখ্যান করা হয়। পরবর্তীতে বাদী টাকা পরিশোধের দাবি জানিয়ে ডাকযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালে তা ফেরত আসে। পরে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা দায়ের করেন বাদী।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৮ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
৯ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৬ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৬ দিন আগে