দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌরসভার মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো. আব্দুল কাদের সেখকে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা গেছে।