Ajker Patrika

অপু বিশ্বাসকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কলা ব্যবসায়ীর মৃত্যু 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৪, ২০: ০৫
অপু বিশ্বাসকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কলা ব্যবসায়ীর মৃত্যু 

জামালপুরের মেলান্দহে বৈশাখী মেলায় নায়িকা অপু বিশ্বাসকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত কলা ব্যবসায়ী মো. মজনু মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার তিনি উপজেলার ফুলতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হন। 

নিহত ব্যবসায়ী ইসলামপুর উপজেলার মুখশিমলা এলাকায় মৃত দুলাল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলা দুরমুট ইউনিয়নে বৈশাখী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে ইসলামপুর থেকে অটোরিকশায় করে মেলান্দহে যাচ্ছিলেন মজনু মিয়া। 

অটোরিকশাটি ফুলতলা মোড়ে পৌঁছালে পেছনে থেকে অন্য একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুই দিন থাকার পর আজ দুপুরের দিকে তার মৃত্যু হয়। 

নিহতের স্বজনেরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরে দুরমুট মেলায় চিত্রনায়ক অপু বিশ্বাসকে দেখার জন্য অটোরিকশা করে যাচ্ছিল। তিনি অটোরিকশা সামনে বসেছিলেন। পেছন থেকে অন্য একটি অটোরিকশা ধাক্কা দিলে মজনু মিয়া নিচে পড়ে মাথায় আঘাত পান। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনাটি ঘটে। আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত