Ajker Patrika

বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বউয়ে চাচাতো ভাইয়ের 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২৩: ৫১
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বউয়ে চাচাতো ভাইয়ের 

জামালপুরের মাদারগঞ্জে ছেলের বউ ও শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বউয়ের চাচাতো ভাই জয়নাল আকন্দ (৪০) নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর আকন্দ বাড়িতে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪ টা দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জয়নাল আকন্দ ওই এলাকার মুসলিম আকন্দর ছেলে। পেশায় কৃষক। ঝগড়া থামাতে গিয়ে স্থানীয় আলমগীর (২৪) ও বাবুল (৩০) নামে আরও দুই জন আহত হন। তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ১০ বছর আগে নিহতের চাচা খুরু আকন্দের মেয়ে ফুলেরা বেগমের সঙ্গে পাশের বাড়ি শাবু মিয়ার ছেলের সঙ্গে বিয়ে হয়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।

আজ শনিবার দুপুরে ফুলেরা বেগম ও তার শাশুড়ির ঝগড়া লাগলে পাশের বাড়ি থেকে ফুলেরা বেগমের চাচাতো ভাই জয়নাল আকন্দ ওই বাড়িতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে শাবু মিয়া ও তার পরিবারের লোকজন জয়নাল আকন্দের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের নেওয়া হয়।

পরে অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের ডা. মনজুরুল বারী বলেন, ‘জয়নাল আকন্দের মাথায় আঘাতে প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’

আহত দুই জনের হাতে ও বুকে পিঠে আঘাতপাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বউ শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বাড়ি ছিল। ঝগড়া শুনে থামাতে গিয়ে এই ঘটনা হয়। এ ঘটনায় অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত