Ajker Patrika

জামালপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ৪ স্থানে হামলার অভিযোগ

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৪, ১৫: ০৫
জামালপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ৪ স্থানে হামলার অভিযোগ

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর সদর উপজেলায় প্রতিপক্ষের নির্বাচনী প্রচারকেন্দ্রসহ চার স্থানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে মোটরসাইকেল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এসব হামলার ঘটনা ঘটে।

হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ আদমের মোড় ও রশিদপুর ইউনিয়নের রামনগর কাপ-পিরিচ প্রতীকের নির্বাচনী প্রচারকেন্দ্র, শ্রীপুর ইউনিয়নের এক ব্যবসাপ্রতিষ্ঠান এবং দিগপাইত ইউনিয়নের বাইটকামারী গ্রামের মাটিখোলা এলাকায় এক সমর্থকের বাড়ি।

হামলার বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। তিনি বলেন, ‘চার স্থানে হামলার কথা শুনেছি। হবদেশ আদমের মোড় নির্বাচনী প্রচারকেন্দ্রে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

হবদেশ আদমের মোড়ের নির্বাচনী প্রচারকেন্দ্রে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গতকাল রাতে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. হাফিজুর রহমান স্বপনের সমর্থকেরা কেন্দ্রে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেল প্রতীকের প্রায় অর্ধশত সমর্থক মোটরসাইকেলে করে এসে কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় হুমাউন ও মালেকসহ পাঁচজন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।

চার স্থানে হামলা হওয়ার বিষয়ে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান স্বপন বলেন, ‘পরিকল্পিতভাবে তারা (মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা) গতকাল রাতে আমার দুটি কেন্দ্রে ও দুই সমর্থকের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেছে। এভাবে ভয়ভীতি দেখিয়ে কর্মীদের মাঠ থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। আধিপত্য বিস্তার করে জয়লাভ করতে চায় তারা।’

দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীর প্রচারকেন্দ্রে হামলা হয়েছে। ঘটনার পর নারায়ণপুর তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’

অভিযোগের বিষয়ে জানতে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বিজন কুমার চন্দের মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত