মালখানা না থাকায় নষ্ট হচ্ছে জব্দ যানবাহন
মিঠাপুকুর থানায় প্রয়োজনীয় মালখানা না থাকায় মামলার আলামত হিসেবে জব্দ দামি গাড়িসহ বিভিন্ন জিনিসপত্র খোলা জায়গায় পড়ে থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। জব্দ করা কোটি টাকার সম্পদের মধ্যে ট্রাক, মাইক্রোবাস, লেগুনা, পিকআপ ভ্যান ও প্রাইভেট কার রয়েছে।