Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, থানায় মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, থানায় মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বনভোজনগামী বাসের ড্রাইভার-হেলপারসহ ২০-২৫ জনের বিরুদ্ধে আবু সুফিয়ান (৩৫) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুফিয়ানের চাচা মো. জজ মিয়া বাদী হয়ে তাঁদের দায়ী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সানারপাড় পিডিকে পেট্রল পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত আবু সুফিয়ান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে।

মামলায় মো. জজ মিয়া জানান, সুফিয়ান ও তাঁর বন্ধু অনিক সরকার হৃদয় (২৪) গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে সাইনবোর্ড থেকে নিজ বাড়ি ফেরার পথে পিডিকে পেট্রল পাম্পের সামনে পৌঁছালে বনভোজনগামী সি. ডি. এম ট্রাভেলস বাসের চালক তাঁদের চাপ দেয়। এ সময় তাঁরা বাসটি থামালে বাসের চালক, হেলপার ও বনভোজনগামী আনুমানিক ২০-২৫ জন অজ্ঞাতনামা যাত্রী তাঁর ভাতিজা ও বন্ধুকে কিলঘুষি ও লাথি মেরে জখম করে। পরে তাঁর ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

হাইওয়ে থানা-পুলিশ ওই বাসটিকে আটক করে এবং নিহত আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা রুজু করা হয়েছে। বাসটি জব্দ করা সম্ভব হলেও গাড়ির ড্রাইভার-হেলপারসহ বাসের যাত্রীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত