Ajker Patrika

হাতুড়ির ভেতরে তিন কোটি টাকার স্বর্ণ

উত্তরা-বিমানবন্দর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ২৭
হাতুড়ির ভেতরে তিন কোটি টাকার স্বর্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় দুটি হাতুড়ির মধ্য থেকে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রবাসী যাত্রী আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে গতকাল বুধবার ভোরে বিমানবন্দর থানায় মামলা হয়। সেই সঙ্গে থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের ডিসি সানোয়ারুল কবীর আজকের পত্রিকাকে বলেন, আতাউর ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁর ব্যাগেজগুলো স্ক্যানিং করা হয়। স্ক্যানিংয়ে তাঁর কার্টনের ভেতরে থাকা দুটি হামারের মধ্যে স্বর্ণ পাওয়া যায়।

পরে বিমানবন্দরে কর্তব্যরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইলেকট্রিক যন্ত্র দিয়ে হামার দুটি কেটে ৪৪ পিস স্বর্ণবার বের করা হয়। অন্যদিকে আতাউরের প্যান্টের পকেটের ভেতর থেকে ৫ পিস স্বর্ণের চুড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের মোট ওজন ৫ কেজি ১৮০ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৪০ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত