Ajker Patrika

বেআইনিভাবে পণ্য পরিবহন মোংলায় বাল্কহেড জব্দ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৪
বেআইনিভাবে পণ্য পরিবহন মোংলায় বাল্কহেড জব্দ

অবৈধভাবে মোংলা বন্দরে পণ্য পরিবহন করায় “এম বি জামাল” নামে একটি বাল্কহেড (বালু টানার ছোট নৌযান) জব্দ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের হারবার ও কঞ্জারভেন্সি বিভাগ গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পশুর নদী থেকে এই নৌযানটিকে জব্দ করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। বাল্কহেডটি ৬০০ মেট্রিক টন ইউরিয়া সার বহন করছিল বলেও জানান তিনি।

মোংলা বন্দরে বাল্কহেডে করে যেকোনো পণ্য পরিবহন নিষিদ্ধ। এই নিয়ম অমান্য করে পণ্য পরিবহন করা বাল্কহেডের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। জব্দ বাল্কহেডটি বন্দরের হারবাড়িয়া-৭ এ অবস্থানরত ভিয়েতনাম পতাকাবাহী “এম ভি কনভিং ৮৯” জাহাজ থেকে ইউরিয়া সার বোঝাই করেছে বলে হারবার বিভাগ জানায়।

বাল্কহেডটি এখন বন্দরের ৬ নম্বর জেটিতে রাখা হয়েছে। এটির মালিক ঢাকার আশুগঞ্জের মো. জামাল উদ্দিন। বাল্কহেডটিতে ছয়জন কর্মচারী রয়েছে বলে জানা গেছে।

হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, অবৈধভাবে পণ্য পরিবহন করায় বাল্কহেডটির বিরুদ্ধে বন্দরের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৬ নভেম্বর মোংলা বন্দরে অবৈধভাবে কয়লা পরিবহনের সময় দুর্ঘটনার শিকার হয়ে পশুর নদীতে ডুবে যায় ফারদিন-১ নামে একটি বাল্কহেড। সেসময় বাল্কহেডে থাকা পাঁচ নাবিক মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত