Ajker Patrika

বিমানবন্দরে হামারের মধ্য থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১ 

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বিমানবন্দরে হামারের মধ্য থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১ 

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় দুটি হামারের মধ্যে থেকে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রবাসী যাত্রী আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বুধবার ভোরে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয় এবং সেই সঙ্গে আটককৃত ব্যক্তিকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়। 

বিমানবন্দরে গ্রেপ্তার হওয়া যাত্রী আতাউর রহমানএ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) সানোয়ারুল কবীর আজকের পত্রিকাকে বলেন, আতাউর ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁর ব্যাগেজ সমূহ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে তাঁর কার্টুনের ভেতরে থাকা দুটি হামারের মধ্যে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিমানবন্দরে কর্তব্যরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে হামার দুটি কেটে ৪৪ পিচ গোল্ড বার বের করা হয়। অপরদিকে আতাউরের প্যান্টের পকেটের ভেতর থেকে ৫ পিচ স্বর্ণের চুড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের মোট ওজন ৫ কেজি ১৮০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৪০ লাখ টাকা।

ডিসি সানোয়ারুল কবীর বলেন, গ্রেপ্তার হওয়া ওই যাত্রী শারজাহ হতে জি-৯৫১০ ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে এসেছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলায়। 

গ্রেপ্তার হওয়া ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করে চোরাচালানের অভিযোগে ফৌজদারি মামলা করা হয়েছে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে কাস্টমস আইনেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কাস্টমস কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত