মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুর থানায় প্রয়োজনীয় মালখানা না থাকায় মামলার আলামত হিসেবে জব্দ দামি গাড়িসহ বিভিন্ন জিনিসপত্র খোলা জায়গায় পড়ে থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। জব্দ করা কোটি টাকার সম্পদের মধ্যে ট্রাক, মাইক্রোবাস, লেগুনা, পিকআপ ভ্যান ও প্রাইভেট কার রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলার আলামত হিসেবে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের শতাধিক যানবাহন জব্দ অবস্থায় রয়েছে। সড়ক-মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও মাদক পাচারের মামলায় এসব গাড়ি জব্দ হয়েছিল। থানা চত্বরে গেলেই দেখা যাবে, ছড়িয়ে-ছিটিয়ে খোলা জায়গায় পড়ে আছে এসব মূল্যবান আলামত।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ পরিদর্শক বলেন, অপরাধের কাজে ব্যবহৃত এসব যানবাহন ধ্বংস হওয়াই ভালো। কারণ, এগুলো ভালো থাকলে এবং কোনো কারণে যদি অপরাধীরা ফেরত পায়, তাহলে গাড়িগুলো ব্যবহার করে আবারও অপরাধ করতে পারেন।
তবে এভাবে সম্পদ নষ্ট না করে তা বিক্রি করে দিয়ে অর্থ সংগ্রহের পরামর্শ দিয়েছেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ। তিনি বলেন, মামলার আলামত হিসেবে জব্দ করা মূল্যবান জিনিসপত্র বিচারিক আদালতের দৃষ্টিগোচরে এলে নিলামের মাধ্যমে পাওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে রাখা যেতে পারে। মামলা নিষ্পত্তি হওয়ার পর যদি বিবাদীর পক্ষে রায় হয় তাহলে ওই টাকা বিবাদী পাবেন। আর যদি মামলার রায় সরকারের পক্ষে হয় তাহলে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে থাকবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মিঠাপুকুরের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি, ডি সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আলামত সংরক্ষণ করতে হয়। মামলা নিষ্পত্তি হতে বিলম্ব হওয়ায় আলামত হিসেবে জব্দ করা এসব মালামাল নিলাম বা মালিককে ফেরত দেওয়া যায় না। তবে দুর্ঘটনায় আটক যানবাহন আদালতের মাধ্যমে মালিকের জিম্মায় দেওয়া হয়। অপরাধসংক্রান্ত মামলায় জব্দ আলামত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংরক্ষণ করতে হয়।
মালখানার বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে জানান, তাঁদের এখানে মালখানা আছে কিন্তু বড় ধরনের আলামত যেমন বাস, ট্রাক, পিকআপ রাখার মতো জায়গা নেই। বর্তমান প্রেক্ষাপটে থানা চত্বরে বড় আকারের মালখানা নির্মাণের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মিঠাপুকুর থানায় প্রয়োজনীয় মালখানা না থাকায় মামলার আলামত হিসেবে জব্দ দামি গাড়িসহ বিভিন্ন জিনিসপত্র খোলা জায়গায় পড়ে থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। জব্দ করা কোটি টাকার সম্পদের মধ্যে ট্রাক, মাইক্রোবাস, লেগুনা, পিকআপ ভ্যান ও প্রাইভেট কার রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলার আলামত হিসেবে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের শতাধিক যানবাহন জব্দ অবস্থায় রয়েছে। সড়ক-মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও মাদক পাচারের মামলায় এসব গাড়ি জব্দ হয়েছিল। থানা চত্বরে গেলেই দেখা যাবে, ছড়িয়ে-ছিটিয়ে খোলা জায়গায় পড়ে আছে এসব মূল্যবান আলামত।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ পরিদর্শক বলেন, অপরাধের কাজে ব্যবহৃত এসব যানবাহন ধ্বংস হওয়াই ভালো। কারণ, এগুলো ভালো থাকলে এবং কোনো কারণে যদি অপরাধীরা ফেরত পায়, তাহলে গাড়িগুলো ব্যবহার করে আবারও অপরাধ করতে পারেন।
তবে এভাবে সম্পদ নষ্ট না করে তা বিক্রি করে দিয়ে অর্থ সংগ্রহের পরামর্শ দিয়েছেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ। তিনি বলেন, মামলার আলামত হিসেবে জব্দ করা মূল্যবান জিনিসপত্র বিচারিক আদালতের দৃষ্টিগোচরে এলে নিলামের মাধ্যমে পাওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে রাখা যেতে পারে। মামলা নিষ্পত্তি হওয়ার পর যদি বিবাদীর পক্ষে রায় হয় তাহলে ওই টাকা বিবাদী পাবেন। আর যদি মামলার রায় সরকারের পক্ষে হয় তাহলে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে থাকবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মিঠাপুকুরের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি, ডি সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আলামত সংরক্ষণ করতে হয়। মামলা নিষ্পত্তি হতে বিলম্ব হওয়ায় আলামত হিসেবে জব্দ করা এসব মালামাল নিলাম বা মালিককে ফেরত দেওয়া যায় না। তবে দুর্ঘটনায় আটক যানবাহন আদালতের মাধ্যমে মালিকের জিম্মায় দেওয়া হয়। অপরাধসংক্রান্ত মামলায় জব্দ আলামত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংরক্ষণ করতে হয়।
মালখানার বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে জানান, তাঁদের এখানে মালখানা আছে কিন্তু বড় ধরনের আলামত যেমন বাস, ট্রাক, পিকআপ রাখার মতো জায়গা নেই। বর্তমান প্রেক্ষাপটে থানা চত্বরে বড় আকারের মালখানা নির্মাণের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫