Ajker Patrika

তজুমদ্দিনে ২৬ মণ জাটকা জব্দ

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯: ৩৬
Thumbnail image

ভোলার তজুমদ্দিন উপজেলায় ২৬ মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার শশীগঞ্জ মৎস্যঘাট ও চৌমুহনী মৎস্যঘাট এলাকা থেকে এই জাটকা উদ্ধার করা হয়। পরে তা লিল্লাহ বোর্ডিং ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় উপজেলার শশীগঞ্জ মৎস্যঘাট ও চৌমুহনী মৎস্যঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম। চৌমুহনী মৎস্যঘাট থেকে অবৈধ ২৫ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় মিজানুর রহমান নামের এক আড়তদারকে আটক করা হয় ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শশীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আরও ১ মণ জাটকা আটক করা হয়। পরে তা লিল্লাহ বোর্ডিং ও গরিবদের মধ্যে বিতরণ করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) আমির হোসেন বলেন, ‘শনিবার সকাল ১০টা থেকে জাটকা সংরক্ষণ ও অবৈধজাল উচ্ছেদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য অফিস যৌথভাবে বিভিন্ন মাছঘাট ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২৬ মণ জাটকা আটক করে তা জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত