Ajker Patrika

তজুমদ্দিনে ২৬ মণ জাটকা জব্দ

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯: ৩৬
তজুমদ্দিনে ২৬ মণ জাটকা জব্দ

ভোলার তজুমদ্দিন উপজেলায় ২৬ মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার শশীগঞ্জ মৎস্যঘাট ও চৌমুহনী মৎস্যঘাট এলাকা থেকে এই জাটকা উদ্ধার করা হয়। পরে তা লিল্লাহ বোর্ডিং ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় উপজেলার শশীগঞ্জ মৎস্যঘাট ও চৌমুহনী মৎস্যঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম। চৌমুহনী মৎস্যঘাট থেকে অবৈধ ২৫ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় মিজানুর রহমান নামের এক আড়তদারকে আটক করা হয় ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শশীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আরও ১ মণ জাটকা আটক করা হয়। পরে তা লিল্লাহ বোর্ডিং ও গরিবদের মধ্যে বিতরণ করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) আমির হোসেন বলেন, ‘শনিবার সকাল ১০টা থেকে জাটকা সংরক্ষণ ও অবৈধজাল উচ্ছেদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য অফিস যৌথভাবে বিভিন্ন মাছঘাট ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২৬ মণ জাটকা আটক করে তা জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত