ধর্ষণ নিয়ে রাজনীতি কেন
অপরাধকে প্রশ্রয় দেওয়ার অনেক কায়দাকানুন আছে এই দেশে, যা আইনকে তোয়াক্কা করে না, গ্রাহ্য করা তো দূরের কথা। নিঃসন্দেহে এই কায়দাকানুন তৈরি করে স্বার্থান্বেষী ও সুবিধাবাদী বিশেষ মহল, যারা কেবল নিজেদের সুবিধা, স্বার্থ উদ্ধারে তৎপর থেকেছে, থাকছে। যদি প্রশ্ন তোলা হয়, বাংলাদেশের এই স্বার্থান্বেষী মহল বা চক্রে