Ajker Patrika

বাজারদর

অস্বস্তি বাড়াচ্ছে চালের দাম

  • এক মাসে চালের দাম বেড়েছে ৫-১০ শতাংশ
  • ডিমের দাম দুই বছরের মধ্যে এখন সবচেয়ে কম
  • বাড়তির দিকে সবজির দাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেছে সবজি কিনছেন ক্রেতারা। গতকাল রাজধানীর মিরপুর-১-এর শাহ আলী মাজারসংলগ্ন সবজি বাজারে। ছবি: আজকের পত্রিকা
বেছে সবজি কিনছেন ক্রেতারা। গতকাল রাজধানীর মিরপুর-১-এর শাহ আলী মাজারসংলগ্ন সবজি বাজারে। ছবি: আজকের পত্রিকা

সরকারি গুদামে চালের মজুত বাড়লেও বাজারে অস্বস্তি বাড়াচ্ছে চালের বাড়তি দাম। বিশেষ করে নাজিরশাইল, কাটারি নাজির, জিরাশাইল, মিনিকেটসহ বিভিন্ন ধরনের সরু চালের দাম বাড়তে থাকায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা। তবে ব্যবসায়ীদের দাবি, সরকারের ক্রয়প্রক্রিয়া ও বাজারে ধানের সংকটে চালের সরবরাহ কমে এসেছে। এতেই বাড়ছে দাম।

রাজধানীর বিভিন্ন বাজার ও সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যে দেখা যায়, গত এক মাসে চালের দাম বেড়েছে ৫-১০ শতাংশ। আর গত বছরের একই সময়ের তুলনায় এখন বাজারে চালের দাম বেশি রয়েছে ১৬ শতাংশ পর্যন্ত।

ক্রেতারা বলছেন, বোরো মৌসুম শুরু হওয়ার পর মাত্র এক থেকে দেড় মাস কিছুটা কম দামে চাল কেনা গিয়েছিল। এরপর আবার দাম বেড়ে আগের অবস্থানে ফিরে আসছে। চালের দাম বাড়লে জীবনযাত্রার সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ে।

রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মানিকনগরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে যে সরু চালের দাম ছিল ৭০ টাকা কেজি, চলতি সপ্তাহে সেই চাল কিনতে হচ্ছে ৭৫ টাকায়। গত বছর এই সময় এই মানের চাল বিক্রি হয়েছিল ৬০-৬৫ টাকায়। টিসিবির হিসাবে এই চালের দাম গত বছরের তুলনায় বর্তমানে ১৫ দশমিক ৯৪ শতাংশ বেশি রয়েছে বাজারে।

একই অবস্থা মাঝারি মানের চালেও। যেসব মাঝারি মানের চাল গতকাল বৃহস্পতিবার ৬০ টাকায় বিক্রি হয়েছে, সপ্তাহখানেক আগে তা ছিল ৫৬ টাকা। টিসিবির হিসাবে, এই মানের চালের দাম গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬৩ শতাংশ বেশি।

মোটা চাল কিনতে বর্তমানে সর্বনিম্ন কেজিপ্রতি ৫৫ টাকা লাগছে, যা সপ্তাহখানেক আগে ছিল ৫০ টাকা। টিসিবির প্রতিবেদন বলছে, গত বছরের একই সময়ের তুলনায় মোটা চালের দাম বেড়েছে ১৫ শতাংশ।

রাজধানীর মালিবাগের বাজারে গতকাল চাল কিনতে গিয়েছিলেন মো. জয়নাল আবেদীন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাসখানেক আগে কাটারি নাজিরের ২৫ কেজির প্যাকেট কিনেছিলাম ১ হাজার ৮৫০ টাকায়, আজ কিনতে এসে দেখি ১ হাজার ৯০০ টাকা হয়ে গেছে। এভাবে চালের দাম যদি বাড়তে থাকে, তবে মাস শেষে আমাদের অন্যান্য খরচ কমাতে হয়। এ জন্য কম খেতে হয়, কম কিনতে হয়। কারণ, আমাদের আয় একই জায়গায় থাকে।’

অথচ সরকারি তথ্য বলছে, দেশের বিভিন্ন গুদামে গত বছরের ১ জুলাই চালের মজুত ছিল ১০ দশমিক ৬০ লাখ টন। নতুন অর্থবছরের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪১ লাখ টন।

কৃষি অর্থনীতিবিদদের মতে, সরকারি গুদামে মজুত ভালো থাকলে বেসরকারি মিলমালিক ও ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোর চিন্তা সাধারণত করেন না। মজুত কমে গেলেই সুযোগ নেন তাঁরা।

জানতে চাইলে নওগাঁ চাল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, গত বছর রোপা আমনে কিছু ক্ষতি হয়েছিল, তাতে আমনের মজুত এবার নেই। আর সর্বশেষ বোরো মৌসুমের শেষ দিকে বৃষ্টিতে কিছু নষ্ট হয়েছে। সব মিলিয়ে বাজারে ধানের সরবরাহ কমে গেছে। এক মাস আগে যে ধানের দাম ছিল ১৪০০ টাকা মণ, এখন তা ১৬০০ থেকে ১৭০০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, চাল আমদানির উদ্যোগ না নিলে সামনের দিনগুলোয় দাম আরও বাড়তে পারে। কারণ, আমন মৌসুম আসতে আরও অনেক সময় বাকি।

বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি কাউসার আলম বাবু বলেন, ‘সাম্প্রতিক সময়ে সরকার চাল কেনা বাড়িয়েছে। এটাও চালের দাম বাড়ার আরেকটি কারণ হতে পারে। এখন দাম কমার তেমন লক্ষণ দেখছি না। আর আমন মৌসুম আসতেও তিন থেকে চার মাস বাকি।’

এদিকে বাজারে ডিমের দাম গত দুই বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। বাজারে এখন ফার্মের প্রতি ডজন ডিম পাওয়া যাচ্ছে ১২০ টাকায়। তবে কিছু কিছু ডিম ১৩০-১৩৫ টাকা ডজনেও বিক্রি হচ্ছে। ২০২৩ সালের পর এত কমে ডিমের দাম নামেনি।

ডিমের দাম কমলেও সবজির দাম বাড়ছে। অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি। কিছু সবজির ৫০-৭০ টাকায় পাওয়া যাচ্ছে।

ক্রেতারা বলছেন, ডিমের দাম কমে বাজারে যে স্বস্তি মিলেছিল, তা সবজির দাম বেড়ে যাওয়ায় মানুষের মনে থাকছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ভারত যে পারমাণবিক বোমা ফেলেনি, পাকিস্তানের বুঝতে সময় লেগেছে ৩০-৪৫ সেকেন্ড

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

‘ভিআইপি রুম না পেয়ে’ হোটেল বারে ভাঙচুর, যুবদলের পদ হারালেন মনির হোসেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত