আজকের পত্রিকা ডেস্ক
অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে ছোড়া ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড ছিল কি না, তা বুঝতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে সময় ছিল মাত্র ৩০ থেকে ৪৫ সেকেন্ড। এমনই এক ভয়াবহ পরিস্থিতির কথা স্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ।
পাক সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ বলেন, ‘ভারত যখন নুর খান বিমানঘাঁটিতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ে, তখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে ৩০-৪৫ সেকেন্ড সময় ছিল এটা বোঝার জন্য, ক্ষেপণাস্ত্রটিতে পারমাণবিক ওয়ারহেড ছিল কি না। এত কম সময়ে এমন গুরুতর সিদ্ধান্ত নেওয়া ছিল অত্যন্ত বিপজ্জনক।’ তিনি বলেন, ‘আমি বলছি না, ভারত ভালো করেছে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে। কিন্তু এটাও বলা যায়, এই পাশে থাকা (পাকিস্তান) মানুষেরাও সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে পারত। এতে বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত।’
অপারেশন সিঁদুর চলাকালে ভারত একাধিক পাকিস্তানি বিমানঘাঁটিতে হামলা চালায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, পাকিস্তানের সারগোধা, নুর খান (চাকলালা), ভোলারি, জ্যাকবাবাদ, সুক্কুর ও রহিম ইয়ার খান বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে—ধ্বংস হয়েছে রানওয়ে, হ্যাঙ্গার এবং ঘাঁটির অবকাঠামো।
রাওয়ালপিন্ডির চাকলালায় অবস্থিত নুর খান বিমানঘাঁটি পাকিস্তান বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। সেখানেই ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি গিয়ে আঘাত হানে। এর আগে ১৯৭১ সালের যুদ্ধের সময়ও ভারতের ২০ স্কোয়াড্রন হকার হান্টার দিয়ে নুর খান বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল।
ভারতের দাবি, এই অভিযানে তারা পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবা, জইশ-ই-মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেয় এবং ১০০-এর বেশি জঙ্গিকে হত্যা করে।
এই সামরিক উত্তেজনার সূচনা হয় কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর। এই হামলার জবাবেই ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে।
ভারতের হামলার পরপরই পাকিস্তান পাল্টা হামলা চালায়। চতুর্থ দিনের মাথায়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।
আরও খবর পড়ুন:
অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে ছোড়া ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড ছিল কি না, তা বুঝতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে সময় ছিল মাত্র ৩০ থেকে ৪৫ সেকেন্ড। এমনই এক ভয়াবহ পরিস্থিতির কথা স্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ।
পাক সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ বলেন, ‘ভারত যখন নুর খান বিমানঘাঁটিতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ে, তখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে ৩০-৪৫ সেকেন্ড সময় ছিল এটা বোঝার জন্য, ক্ষেপণাস্ত্রটিতে পারমাণবিক ওয়ারহেড ছিল কি না। এত কম সময়ে এমন গুরুতর সিদ্ধান্ত নেওয়া ছিল অত্যন্ত বিপজ্জনক।’ তিনি বলেন, ‘আমি বলছি না, ভারত ভালো করেছে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে। কিন্তু এটাও বলা যায়, এই পাশে থাকা (পাকিস্তান) মানুষেরাও সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে পারত। এতে বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত।’
অপারেশন সিঁদুর চলাকালে ভারত একাধিক পাকিস্তানি বিমানঘাঁটিতে হামলা চালায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, পাকিস্তানের সারগোধা, নুর খান (চাকলালা), ভোলারি, জ্যাকবাবাদ, সুক্কুর ও রহিম ইয়ার খান বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে—ধ্বংস হয়েছে রানওয়ে, হ্যাঙ্গার এবং ঘাঁটির অবকাঠামো।
রাওয়ালপিন্ডির চাকলালায় অবস্থিত নুর খান বিমানঘাঁটি পাকিস্তান বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। সেখানেই ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি গিয়ে আঘাত হানে। এর আগে ১৯৭১ সালের যুদ্ধের সময়ও ভারতের ২০ স্কোয়াড্রন হকার হান্টার দিয়ে নুর খান বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল।
ভারতের দাবি, এই অভিযানে তারা পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবা, জইশ-ই-মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেয় এবং ১০০-এর বেশি জঙ্গিকে হত্যা করে।
এই সামরিক উত্তেজনার সূচনা হয় কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর। এই হামলার জবাবেই ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে।
ভারতের হামলার পরপরই পাকিস্তান পাল্টা হামলা চালায়। চতুর্থ দিনের মাথায়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।
আরও খবর পড়ুন:
জাতিসংঘের সাধারণ পরিষদে এক দুর্দান্ত সংহতির মুহূর্ত দেখা গেল। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে তীব্র ভাষায় বক্তব্য দেওয়ার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তাঁকে আলিঙ্গন করেন এবং মাথায় চুমু দেন। ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোলের প্রতিবেদন থেকে...
১ ঘণ্টা আগেউত্তর প্রদেশের সীতাপুরে সরকারি শিক্ষা দপ্তরের এক কর্মকর্তাকে (প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বা বিএসএ) বেল্ট খুলে পিটিয়েছেন এক প্রধান শিক্ষক। গত মঙ্গলবার সন্ধ্যায় একজন নারী শিক্ষকের করা অভিযোগের ব্যাখ্যা চাওয়ার পর শিক্ষা দপ্তরের অফিসে এ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ওই প্রধান শিক্ষক বেল্ট দিয়ে বিএসএ অখিলে
১ ঘণ্টা আগেলাদাখের রাজ্য মর্যাদা দাবির আন্দোলনের মুখপাত্র পরিবেশবাদী অধিকারকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘উসকানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে সহিংসতায় প্ররোচিত করার’ অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারের এক দিন আগে তিনি বলেছিলেন, এই আন্দোলনের জন্য তাঁকে যদি গ্রেপ্তার করা হয়, তাতেও তিনি খুশি..
১ ঘণ্টা আগেবিদেশে কর্মরত ফিলিপাইনের গৃহকর্মীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণে বড়সড় পরিবর্তন এনেছে ম্যানিলা। ন্যূনতম মজুরি ১০০ ডলার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে এখন বাজার চাহিদা অনুযায়ী মজুরি নির্ধারিত হবে। কিন্তু অন্যান্য গন্তব্যে ৫০০ ডলারের
২ ঘণ্টা আগে