নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী পাঁচ বছরে দেশের সেমিকন্ডাক্টর খাতে কয়েক শ মিলিয়ন থেকে শুরু করে বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী)।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে বিশ্বে সেমিকন্ডাক্টর খাতের বাজার ৬০০ বিলিয়ন ডলার। ২০৩০ সালের মধ্যে এই বাজার এক ট্রিলিয়নে পৌঁছাবে। অথচ বাংলাদেশ এখনো বছরে মাত্র ৬ মিলিয়ন ডলার রাজস্ব পায়, যা অত্যন্ত নগণ্য।
সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশে অনকে সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বিডার চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বসে তরুণেরা বিশ্ববাজারে কাজ করছেন, সরকারের পক্ষ থেকে তাঁদের সহযোগিতা করলে দ্রুত বিলয়ন ডলারে দাঁড়াবে। তাই এই খাতের বিশ্ববাজার ধরতে বাড়তি নজর দেওয়া হচ্ছে।
এদিকে চিপ উৎপাদন বা ফ্যাব্রিকেশন প্রযুক্তি ও মূলধননির্ভর হওয়ায় এখনই সেদিকে না গিয়ে চিপ ডিজাইন এবং টেস্টিং ও প্যাকেজিংয়ের মতো তুলনামূলক সহজ ও সম্ভাবনাময় ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স। গতকাল এই সুপারিশগুলো প্রকাশ করা হয়েছে।
টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে আশিক চৌধুরী বলেন, ‘আমরা তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে—দক্ষতা উন্নয়ন, নীতিগত সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারত্ব—পর্যায়ভিত্তিক একটি রোডম্যাপ তৈরি করেছি। বর্তমানে আমাদের সবচেয়ে বাস্তবসম্মত ক্ষেত্র হচ্ছে ডিজাইন ও টেস্টিং। উৎপাদনে যাওয়ার বিষয়টি পরে বিবেচনা করা যেতে পারে।’
আশিক চৌধুরী বলেন, ২০২৭ সালের মধ্যে অন্তত পাঁচটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতিসহ ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড প্রশিক্ষণ ল্যাব স্থাপনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্যাকেজিং ও টেস্টিং যন্ত্র ব্যবহারে হাতে-কলমে শেখার জন্য শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রোটেশনভিত্তিক প্রশিক্ষণ চালুর প্রস্তাব এসেছে।
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাতীয় পর্যায়ে হ্যাকাথন, ইনোভেশন চ্যালেঞ্জ ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্যাম্পেইন আয়োজনের কথা উল্লেখ করে আশিক চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো যেন সময়োপযোগী কোর্স আপডেট করে, যেমন প্রসেসর, এআই অ্যাকসেলারেটর, সিগন্যাল প্রসেসিং ইত্যাদি সে ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার।’ তিনি জানান, নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে সেমিকন্ডাক্টর খাতে এমএসসি, পিএইচডি ও পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা চালুর পরিকল্পনাও রয়েছে।
টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী গবেষণা, অ্যাসেম্বলি ও প্যাকেজিং ইউনিটের জন্য নির্দিষ্ট শর্তে ১০ বছরের করছাড় এবং বাংলাদেশ ব্যাংক অথবা আইসিটি বিভাগের অধীনে সেমিকন্ডাক্টর ফান্ড গঠনের কথা বলা হয়েছে। এ বিষয়ে আশিক চৌধুরী বলেন, ‘বিডা পরিচালিত জাতীয় এফডিআই হিটম্যাপে সেমিকন্ডাক্টরকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আগামী পাঁচ বছরে দেশের সেমিকন্ডাক্টর খাতে কয়েক শ মিলিয়ন থেকে শুরু করে বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী)।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে বিশ্বে সেমিকন্ডাক্টর খাতের বাজার ৬০০ বিলিয়ন ডলার। ২০৩০ সালের মধ্যে এই বাজার এক ট্রিলিয়নে পৌঁছাবে। অথচ বাংলাদেশ এখনো বছরে মাত্র ৬ মিলিয়ন ডলার রাজস্ব পায়, যা অত্যন্ত নগণ্য।
সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশে অনকে সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বিডার চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বসে তরুণেরা বিশ্ববাজারে কাজ করছেন, সরকারের পক্ষ থেকে তাঁদের সহযোগিতা করলে দ্রুত বিলয়ন ডলারে দাঁড়াবে। তাই এই খাতের বিশ্ববাজার ধরতে বাড়তি নজর দেওয়া হচ্ছে।
এদিকে চিপ উৎপাদন বা ফ্যাব্রিকেশন প্রযুক্তি ও মূলধননির্ভর হওয়ায় এখনই সেদিকে না গিয়ে চিপ ডিজাইন এবং টেস্টিং ও প্যাকেজিংয়ের মতো তুলনামূলক সহজ ও সম্ভাবনাময় ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স। গতকাল এই সুপারিশগুলো প্রকাশ করা হয়েছে।
টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে আশিক চৌধুরী বলেন, ‘আমরা তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে—দক্ষতা উন্নয়ন, নীতিগত সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারত্ব—পর্যায়ভিত্তিক একটি রোডম্যাপ তৈরি করেছি। বর্তমানে আমাদের সবচেয়ে বাস্তবসম্মত ক্ষেত্র হচ্ছে ডিজাইন ও টেস্টিং। উৎপাদনে যাওয়ার বিষয়টি পরে বিবেচনা করা যেতে পারে।’
আশিক চৌধুরী বলেন, ২০২৭ সালের মধ্যে অন্তত পাঁচটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতিসহ ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড প্রশিক্ষণ ল্যাব স্থাপনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্যাকেজিং ও টেস্টিং যন্ত্র ব্যবহারে হাতে-কলমে শেখার জন্য শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রোটেশনভিত্তিক প্রশিক্ষণ চালুর প্রস্তাব এসেছে।
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাতীয় পর্যায়ে হ্যাকাথন, ইনোভেশন চ্যালেঞ্জ ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্যাম্পেইন আয়োজনের কথা উল্লেখ করে আশিক চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো যেন সময়োপযোগী কোর্স আপডেট করে, যেমন প্রসেসর, এআই অ্যাকসেলারেটর, সিগন্যাল প্রসেসিং ইত্যাদি সে ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার।’ তিনি জানান, নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে সেমিকন্ডাক্টর খাতে এমএসসি, পিএইচডি ও পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা চালুর পরিকল্পনাও রয়েছে।
টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী গবেষণা, অ্যাসেম্বলি ও প্যাকেজিং ইউনিটের জন্য নির্দিষ্ট শর্তে ১০ বছরের করছাড় এবং বাংলাদেশ ব্যাংক অথবা আইসিটি বিভাগের অধীনে সেমিকন্ডাক্টর ফান্ড গঠনের কথা বলা হয়েছে। এ বিষয়ে আশিক চৌধুরী বলেন, ‘বিডা পরিচালিত জাতীয় এফডিআই হিটম্যাপে সেমিকন্ডাক্টরকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশ্বজুড়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিরাপদ হলেও দেশের পরিস্থিতি ভিন্ন। এ খাতে বিনিয়োগ করে মুনাফা দূরে থাক, মূলধন ফেরত পাওয়া নিয়েই দেখা দেয় অনিশ্চয়তা। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা হচ্ছে। এই বিধিমালা অনুযায়ী, ভবিষ্যতে আর কোনো ক্লোজ এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ড বাজারে আসতে দেওয়া
১ ঘণ্টা আগেনিরাপদ ও স্বস্তিকর ব্যবসার পরিবেশ দাবি করেছেন দেশের গাড়ি ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন গাড়ি বিক্রয়কেন্দ্রে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি ছাড়, নিবন্ধন ও সরকারকে রাজস্ব প্রদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দ
৩ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা বাড়বে, মাঠের কাজে মনোযোগ কমবে, এমন আশঙ্কা থেকেই সরকার এবার আগেভাগে পদক্ষেপ নিয়েছে। উন্নয়ন প্রকল্পের গতি ধরে রাখতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা আরএডিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে ছয় মাস আগেই।
৩ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার দাম নতুন ইতিহাস গড়ছে। সবশেষ আজ রোববার (১৯ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার থেকে বাজুসের ঘোষিত নতুন দাম কার্যকর হবে। বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দরে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।
৫ ঘণ্টা আগে