‘খুচরা বিক্রেতারা ডাকাত!’
চৌগাছায় লাগামহীন হয়ে পড়েছে খুচরা সবজির বাজার। ইতিমধ্যে সেঞ্চুরি ছাড়িয়েছে কাঁচামরিচ, পটোল, উচ্ছে, ঢ্যাঁড়স ও পুঁইশাকের ফল (মেচড়ি) ও কচুর লতি। গতকাল শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি থেকে তিন থেকে সাড়ে তিন গুণ দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। অথচ, চৌগাছাতে ধানের চেয়ে সবজির চাষই বেশি হয়।