Ajker Patrika

ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১১: ২৩
ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

চৌগাছায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিম ওরফে রুবেল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একজন ব্যক্তিগত গাড়িচালক।

গতকাল শুক্রবার রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়াসিম ওরফে রুবেলের বাড়ি উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামে এবং পেশায় ব্যক্তিগত গাড়িচালক।

লিখিত অভিযোগে ওই শিক্ষার্থীর মা বলেন, ‘দুই মাস আগে আমার মেয়ে প্রাইভেট কার ভাড়া করে আমাদের বাড়িতে এলে আমার মেয়ের সঙ্গে চালক রুবেলের সঙ্গে পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রুবেল আমার মেয়েকে বিয়ে করার কথা বলে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন। সর্বশেষ গত ২০ মার্চ অমার মেয়েকে রুবেল ধর্ষণ করেন। কিন্তু ওই ছেলে আমার মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।’

স্কুলছাত্রীর মা আরও বলেন, ‘পরে আমার মেয়ে সব ঘটনা আমাকে জানালে আমি রুবেলের বাবা–মাকে জানানোর চেষ্টা করলে আমাদের ভয় দেখানো হয়। শেষমেশ আমি থানা–পুলিশের দ্বারস্থ হই।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মেয়েটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সে মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত