বাঁওড় ব্যবস্থাপনায় অনিয়ম
চৌগাছায় সরকারি বাঁওড় মৎস্য প্রকল্পের অধীন মর্জাদ বাঁওড়ের ব্যবস্থাপকের বিরুদ্ধে বাঁওড়ের মাটি ইটভাটায় বিক্রি, জমি ব্যক্তি মালিকানায় ইজারা দিয়ে বাণিজ্য, অন্য ব্যক্তির লিজ নিয়ে চাষ করা পুকুরে কীটনাশক দিয়ে মাছ হত্যার অভিযোগ উঠেছে।