Ajker Patrika

মাঠের অনুমতি না পাওয়ায় হোটেলে সম্মেলন বিএনপির

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১০: ৪২
Thumbnail image

চৌগাছা পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের একটি হোটেলের হলরুমে এ সম্মেলন হয়।

সদরের শাহাদৎ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু উপজেলা প্রশাসন ও পুলিশের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ের অনেক পড়ে হোটেলে এ সম্মেলন আয়োজন করা হয়।

সম্মেলনে পৌরসভার প্রায় দেড় হাজার কাউন্সিলরসহ উপজেলার বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন। সম্মেলনস্থল ডিভাইন সেন্টার বিএনপি নেতা–কর্মীতে কানায় কানায় পূর্ণ থাকার পরও জায়গা না হওয়ায় বিপুলসংখ্যক নেতা-কর্মী সেন্টারের বাইরে অবস্থান করেন।

সম্মেলনে সভাপতির বক্তব্যের আগে ১০১ সদস্যের চৌগাছা পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন যশোর জেলা বিএনপির সদস্য এবং চৌগাছা উপজেলা পৌর বিএনপির কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা এ কে এম শরিফুদ্দৌলা ছোটলু। তবে প্রথম যুগ্ম সম্পাদকের প্রত্যাশিত পদ না পাওয়ায় দ্বিতীয় যুগ্ম সম্পাদকের পদ দেওয়ায় সবার সামনে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক। উপজেলা ছাত্রদলের সাবেক এ সাধারণ সম্পাদক ‘আমাকে কোনো পদ দেওয়া লাগবে না, আমার কোনো পদের দরকার নেই’ বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রধান। এ সময় উদ্বোধকের বক্তব্য দেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সহধর্মিণী ও জেলা সভাপতি অধ্যাপক নার্গিস বেগম।

যশোর জেলা যুবদলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল, চৌগাছা পৌর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর আনিছুর রহমান এবং কাটগড়া কলেজের প্রভাষক হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. ইসাহক, মিজানুর রহমান খান, চৌগাছা বিএনপির কমিটির গঠনের দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সদস্য এ কে এম শরফুদ্দৌলা ছোটলু, সিরাজুল ইসলাম স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্যসচিব সালাহউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকি প্রমুখ। তবে উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত থাকায় আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইউনূচ আলী, এম এ সালাম ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান বক্তব্য দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত