বাইক ছিনিয়ে নিতে হত্যা
চৌগাছায় পুলিশ সদস্যের বাবার গলা কাটা লাশ উদ্ধারের মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে হত্যাকাণ্ডটির রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ বলছে, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই কাইয়ূম আলীকে গলা কেটে হত্যা করা হয়।