আজিজুর রহমান, চৌগাছা
যশোরে ৫ দিনের ব্যবধানে পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে চৌগাছায় পাঁচ দিনের ব্যবধানে জোড়া খুনসহ তিনজন নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন।
এসব ঘটনা ছাড়াও পৃথক হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন কয়েকজন। অধিকাংশ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে সামান্য কথা-কাটাকাটির জের।
এদিকে গত রোববার যশোর জেলা আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভায় দায়িত্বশীলেরা কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, অভিভাবকদের আরও সতর্ক হতে হবে সন্তানদের ব্যাপারে।
সর্বশেষ সোমবার সকালে চৌগাছা উপজেলার সৈয়দপুর-যশোর সদর উপজেলার সাতমাইল সড়কের পাশে সৈয়দপুর গ্রামের মাঠ থেকে উদ্ধার হয় ভাড়ায় মোটরসাইকেল চালক কাইয়ূম আলী তরফদারের (৫৫) গলাকাটা লাশ।
কাইয়ূম আলী যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট-কাদিরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর এক ছেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য হিসেবে কর্মরত। সোমবার রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
আগের দিন বিকেলে নিজ বাড়িতে ভাতিজার ছেলের শাবলের বাড়িতে খুন হন যশোরের নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে আব্দুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ দরজি। এ ঘটনায় তাঁর ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৬ জনের নামে নিহতের আরেক ছেলে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।
৭ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে কথা-কাটাকাটির জের ধরে (শ্রমিক হিসেবে কাজ করা নিয়ে) চৌগাছার টেঙ্গুরপুর গ্রামে দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
জানা গেছে, বিল্লাল, বিপুল ও মুকুল ও বিল্লালের স্ত্রীর রুপালী চাপাতি, হাঁসুয়া, বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন দুই সহোদর আয়ূব হোসেন খান (৬৫) ও ইউনুস আলী খানকে (৫৫)।
এ ঘটনায় গুরুতর আহত আয়ূব আলীর ছেলে আসাদুজ্জামান খান রনি (৩০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। ওই রাতেই পুলিশ এজাহারভুক্ত বিপুল ও মুকুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দেয়।
এ ছাড়া অপহরণের তিন দিন পর ৭ এপ্রিল দুপুরে যশোরের মনিরামপুরে ইকরামুল হোসেন (২০) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইকরামুল মনিরামপুরের মশ্মিমনগর ইউনিয়নের ভরতপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মফিজুর রহমানের ছেলে।
৮ এপ্রিল ৫০ হাজার টাকা চুক্তিতে অগ্রিম ২০ হাজার টাকা নিয়ে ভাড়ায় শহরের পালবাড়ি এলকায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে হত্যার চেষ্টা চালায় এক কিশোর। ওই সেনা সদস্য গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা গোয়েন্দা পুলিশ রোববার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠিয়েছে। কয়েক দিন আগে শহরের পৌর পার্ক থেকে কিশোরী গ্যাংয়ের তিন কিশোরীকে আটক করে পুলিশ।
জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি ছিনতাই হত্যার হুমকি, হত্যা চেষ্টা, সামান্য কারণে প্রাণে বেঁচে যাওয়ার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
এসব ঘটনায় যশোর জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ভর্তি অনেকে। প্রায় প্রতিটি ঘটনায়ই মামলার নথিভুক্ত হওয়ার স্বল্পতম সময়ের মধ্যেই পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে। তবুও থামছে না অপরাধ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডগুলো অনাকাঙ্ক্ষিত। একের পর এক ঘটনা ঘটছে, আবার আসামি ও জড়িতরা শনাক্ত ও আটকও হচ্ছে। পুলিশ টহল ও অভিযান বাড়ানো হয়েছে। বিচ্ছিন্ন ঘটনার ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এসব ঘটনায় জড়িত পলাতকদের দ্রুতই আটক করা হবে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘জোড়া হত্যাকাণ্ডের এজাহারভুক্ত মুকুল ও বিপুল বিল্লাল ও তাঁর স্ত্রী রুপালী গ্রেপ্তার হয়েছেন। তাঁরা ঘটনায় জড়িত বলে স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন। এ ছাড়া মোটরসাইকেল চালক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দুজন গ্রেপ্তার হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার কথা স্বীকার করেছেন।’
সাইফুল ইসলাম আরও বলেন, ‘দুটি ঘটনায়ই দ্রুততম সময়ের মধ্যে পুলিশ প্রকৃত আসামিদের গ্রেপ্তারে সক্ষম হয়েছে। প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পান, সে বিষয়ে আমরা শূন্য সহনীয় অবস্থানে রয়েছি।’
আইনশঙ্খলা কমিটির সভায় রোববার জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘সম্প্রতি শহরে ছুরিকাঘাত ও মারামারির ঘটনা বেড়েছে। অল্প বয়সী মাদকাসক্ত যুবকেরা এ মারামারির সঙ্গে জড়িত। এদের সঠিক কাউন্সেলিং করতে হবে। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে। অভিভাবকেরা যেন তাঁদের অল্প বয়সের সন্তানের হাতে মোটরসাইকেল না দেন। এরা মোটরসাইকেল বেপরোয়া চালানোর কারণে সড়ক দুর্ঘটনার সঙ্গে প্রাণহানিও বাড়ছে।’
যশোরে ৫ দিনের ব্যবধানে পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে চৌগাছায় পাঁচ দিনের ব্যবধানে জোড়া খুনসহ তিনজন নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন।
এসব ঘটনা ছাড়াও পৃথক হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন কয়েকজন। অধিকাংশ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে সামান্য কথা-কাটাকাটির জের।
এদিকে গত রোববার যশোর জেলা আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভায় দায়িত্বশীলেরা কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, অভিভাবকদের আরও সতর্ক হতে হবে সন্তানদের ব্যাপারে।
সর্বশেষ সোমবার সকালে চৌগাছা উপজেলার সৈয়দপুর-যশোর সদর উপজেলার সাতমাইল সড়কের পাশে সৈয়দপুর গ্রামের মাঠ থেকে উদ্ধার হয় ভাড়ায় মোটরসাইকেল চালক কাইয়ূম আলী তরফদারের (৫৫) গলাকাটা লাশ।
কাইয়ূম আলী যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট-কাদিরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর এক ছেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য হিসেবে কর্মরত। সোমবার রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
আগের দিন বিকেলে নিজ বাড়িতে ভাতিজার ছেলের শাবলের বাড়িতে খুন হন যশোরের নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে আব্দুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ দরজি। এ ঘটনায় তাঁর ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৬ জনের নামে নিহতের আরেক ছেলে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।
৭ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে কথা-কাটাকাটির জের ধরে (শ্রমিক হিসেবে কাজ করা নিয়ে) চৌগাছার টেঙ্গুরপুর গ্রামে দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
জানা গেছে, বিল্লাল, বিপুল ও মুকুল ও বিল্লালের স্ত্রীর রুপালী চাপাতি, হাঁসুয়া, বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন দুই সহোদর আয়ূব হোসেন খান (৬৫) ও ইউনুস আলী খানকে (৫৫)।
এ ঘটনায় গুরুতর আহত আয়ূব আলীর ছেলে আসাদুজ্জামান খান রনি (৩০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। ওই রাতেই পুলিশ এজাহারভুক্ত বিপুল ও মুকুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দেয়।
এ ছাড়া অপহরণের তিন দিন পর ৭ এপ্রিল দুপুরে যশোরের মনিরামপুরে ইকরামুল হোসেন (২০) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইকরামুল মনিরামপুরের মশ্মিমনগর ইউনিয়নের ভরতপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মফিজুর রহমানের ছেলে।
৮ এপ্রিল ৫০ হাজার টাকা চুক্তিতে অগ্রিম ২০ হাজার টাকা নিয়ে ভাড়ায় শহরের পালবাড়ি এলকায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে হত্যার চেষ্টা চালায় এক কিশোর। ওই সেনা সদস্য গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা গোয়েন্দা পুলিশ রোববার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠিয়েছে। কয়েক দিন আগে শহরের পৌর পার্ক থেকে কিশোরী গ্যাংয়ের তিন কিশোরীকে আটক করে পুলিশ।
জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি ছিনতাই হত্যার হুমকি, হত্যা চেষ্টা, সামান্য কারণে প্রাণে বেঁচে যাওয়ার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
এসব ঘটনায় যশোর জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ভর্তি অনেকে। প্রায় প্রতিটি ঘটনায়ই মামলার নথিভুক্ত হওয়ার স্বল্পতম সময়ের মধ্যেই পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে। তবুও থামছে না অপরাধ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডগুলো অনাকাঙ্ক্ষিত। একের পর এক ঘটনা ঘটছে, আবার আসামি ও জড়িতরা শনাক্ত ও আটকও হচ্ছে। পুলিশ টহল ও অভিযান বাড়ানো হয়েছে। বিচ্ছিন্ন ঘটনার ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এসব ঘটনায় জড়িত পলাতকদের দ্রুতই আটক করা হবে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘জোড়া হত্যাকাণ্ডের এজাহারভুক্ত মুকুল ও বিপুল বিল্লাল ও তাঁর স্ত্রী রুপালী গ্রেপ্তার হয়েছেন। তাঁরা ঘটনায় জড়িত বলে স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন। এ ছাড়া মোটরসাইকেল চালক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দুজন গ্রেপ্তার হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার কথা স্বীকার করেছেন।’
সাইফুল ইসলাম আরও বলেন, ‘দুটি ঘটনায়ই দ্রুততম সময়ের মধ্যে পুলিশ প্রকৃত আসামিদের গ্রেপ্তারে সক্ষম হয়েছে। প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পান, সে বিষয়ে আমরা শূন্য সহনীয় অবস্থানে রয়েছি।’
আইনশঙ্খলা কমিটির সভায় রোববার জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘সম্প্রতি শহরে ছুরিকাঘাত ও মারামারির ঘটনা বেড়েছে। অল্প বয়সী মাদকাসক্ত যুবকেরা এ মারামারির সঙ্গে জড়িত। এদের সঠিক কাউন্সেলিং করতে হবে। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে। অভিভাবকেরা যেন তাঁদের অল্প বয়সের সন্তানের হাতে মোটরসাইকেল না দেন। এরা মোটরসাইকেল বেপরোয়া চালানোর কারণে সড়ক দুর্ঘটনার সঙ্গে প্রাণহানিও বাড়ছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪