Ajker Patrika

বাড়তি ফি নিলেই ব্যবস্থা

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১২: ২৯
Thumbnail image

২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে অনিয়ম রোধে কঠোর অবস্থান নিয়েছে যশোর শিক্ষা বোর্ড। কোনো বিদ্যালয় ফরম পূরণের ক্ষেত্রে বোর্ড নির্ধারিত ফি ও ২৪ মাসের বেশি বেতন শিক্ষার্থীদের কাছ থেকে যেন আদায় করতে না পারে সে জন্য কঠোর বার্তা দিয়েছে বোর্ড।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ফরম পূরণ অনলাইনে হচ্ছে না। শুধু করোনার সময়ের জন্যই অনলাইন ফরম পূরণ কার্যক্রম চালু করা হয়েছিল। করোনার সংক্রমণ কমে যাওয়ায় এবং বিদ্যালয় খোলা থাকায় পুরোনো পদ্ধতিতে হবে এসএসসির ফরম পূরণ কার্যক্রম।

বোর্ডের নোটিশে উল্লেখ করা হয়েছে, ফরম পূরণের কার্যক্রম শুরু ১৩ এপ্রিল থেকে শুরু হবে। এর আগে ২০২১ সালের পরীক্ষায় ১ বা ২ বিষয়ের অনুপস্থিত পরীক্ষার্থীরা ফরম পূরণের জন্য ১০ এপ্রিল প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে। ১২ এপ্রিল বোর্ড থেকে একটি তালিকা প্রকাশ করা হবে। ১৩ এপ্রিল থেকে ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।

ফরম পূরণের জন্য বোর্ড থেকে টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিজ্ঞান বিভাগে ১ হাজার ৬১৫ টাকা। এ টাকার মধ্যে রয়েছে বোর্ড ফি ১ হাজার ১৭৫ টাকা। কেন্দ্র ফি (ব্যবহারিক ফি-সহ) ৪৪০ টাকা। মানবিক ও বাণিজ্য বিভাগে ১ হাজার ৪৯৫ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৮৫ টাকা, কেন্দ্র ফি (ব্যবহারিক ফি) ৪১০ টাকা।

অনিয়মিত পরীক্ষার্থীর পরীক্ষার ফি পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিক ফি পত্র প্রতি ৩০ টাকা, নম্বরপত্র ফি পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা, মূল সনদ পত্র ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয় স্কাউট, গার্লস গাইড ফি ১৫ টাকা, জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা। অনিয়মিত পরীক্ষার্থীর ক্ষেত্রে পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিক ফি পত্র প্রতি ৩০ টাকা, নম্বরপত্র ফি পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা, অনিয়মিত ফি ১০০ টাকা, বয় স্কাউট, গার্লস গাইড ফি ১৫ টাকা জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা। মানোন্নয়ন পরীক্ষার্থী পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিক ফি পত্র প্রতি ৩০ টাকা, নম্বরপত্র ফি পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা, মূল সনদ পত্র ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয় স্কাউট, গার্লস গাইড ফি ১৫ টাকা জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা। কোনো প্রতিষ্ঠান এর বেশি টাকা ফি নিতে পারবে না। শুধু শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেতন নিতে পারবে। এর বেশি ফি নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বোর্ড কর্তৃপক্ষ।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘কোনো বিদ্যালয়ের বিরুদ্ধে বেশি ফি নেওয়ার অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত