Ajker Patrika

ডিজিটাল মাধ্যমে ৭২ লাখ টাকা আত্মসাৎ

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১১: ১৯
Thumbnail image

যশোর সদরে ২৫ জনের কাছ থেকে প্রতারণা করে ৭২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে যশোর জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোরে হ্যাকিংয়ের শিকার ১৬টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। এ ছাড়া তিন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। একই দিনে হারিয়ে যাওয়া ৩৪টি মোবাইল ফোন মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অভয়নগর উপজেলার ২৫ জনের কাছ থেকে ৭২ লাখ টাকা আত্মসাৎ করেন।

আসামিরা হলেন যশোর সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামের নূর মোহাম্মদ (৩৫) ও নাসিম আল সবুজ (২২), তরফ নোয়াপাড়া স্কুলপাড়ার রিপন কুমার বিশ্বাস (৩২), নরেন্দ্রপুর গ্রামের আল আমিন (২৮) ও ভেকুটিয়া গ্রামের আজগার আলী (৪২)।

এ ছাড়া যশোরের বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া ৩৪টি মোবাইল ফোন গত মার্চ মাসে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় নগদ বা বিকাশের মাধ্যমে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৭ জনের ৮৯ হাজার ৪৬০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিভিন্ন সময়ে অভয়নগর উপজেলার ২৫ ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৭২ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা। এসব ঘটনায় অভয়নগর থানায় গত ৮ মার্চ একটি মামলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) সুকল্যাণ বিশ্বাস ঘটনায় জড়িত ৫ জনকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেন।

এ সময় আসামিদের কাছ থেকে জব্দ হওয়া ৭টি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য সাইবার ফরেনসিকে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত