Ajker Patrika

‘উইঘুরে মুসলিমদের নির্যাতন বন্ধে চীনকে চাপ দিতে হবে’

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৭: ১৪
‘উইঘুরে মুসলিমদের নির্যাতন বন্ধে চীনকে চাপ দিতে হবে’

চীনের উইঘুরে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে সরকারের পক্ষ থেকে চীনকে চাপ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা কল্যানণপরিষদের নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে যশোরের চৌগাছা উপজেলার মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে উইঘুরে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে করা মানববন্ধন ও সমাবেশ এ মন্তব্য করেন তাঁরা।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় ওলামা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ইসালামী ঐক্য জোটের (মুফতি আমিনি) সাবেক নেতা মাওলানা শহিদুল ইসলাম ইনসাফি।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ও চৌগাছা উপজেলা সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ।

শহিদুল ইসলাম ইনসাফি আরও বলেন, ‘আমাদের দাবি না মানলে, নির্যাতন বন্ধ না হলে আগামী রোজার ঈদের পরে জাতীয় সম্মেলন করে ঢাকা থেকে প্রতিবাদী পদযাত্রা করা হবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।’

এ সময় অন্য বক্তারা বলেন, ‘কারও ওপর নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘন। বর্তমান বিশ্বে মুসলিমেরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন যা একেবারেই অযৌক্তিক। অন্যায়ভাবে কারওর ওপর নির্যাতন করা উচিত নয়। চীনের উইঘুরের মুসলিমদের ওপর এভাবে নির্যাতন চালিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। চীনের উচিত অবিলম্বে এ ধরনের পক্ষপাতমূলক আচরণ বন্ধ করে মানবাধিকার প্রতিষ্ঠা করা।

সমাবেশে ইসালামী ঐক্য জোটের (মুফতি আমিনি) সাবেক নেতা মাওলানা শহিদুল ইসলাম ইনসাফি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌগাছা-ঝিকরগাছা (যশোর-২) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

কয়েক মাস আগে চৌগাছার আড়ারদাহ মাদ্রাসায় দেশের বিভিন্ন স্থান থেকে আলেমদের নিয়ে জাতীয় ওলামা সমাবেশে ‘জাতীয় ওলামা পরিষদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়। আড়ারদাহ মাদ্রাসার প্রধান মুফতি আব্দুর রাজ্জাককে সংগঠনটির কেন্দ্রীয় আমীর হিসেবে ঘোষণা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত