চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় আব্দুল খালেক নামের এক কৃষকের প্রায় ৩০০টি পেয়ারা ও মাল্টাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। আব্দুল খালেকের দাবি, এ ঘটনায় তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের পূর্ব মাঠে এ ঘটনা ঘটে।
কৃষক আব্দুল খালেক জানান, পেয়ারা চারা একবার রোপণ করলে চার বছর ফল বিক্রি করা যায়। সে হিসেবে তাঁর পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, আব্দুল খালেক চলতি মৌসুমে নিজ গ্রামের মাঠে সাড়ে ৪ বিঘা জমিতে মাল্টা ও থাই পেয়ারা চাষ করেন। তিন মাস ধরে আব্দুল খালেক পেয়ারা বিক্রি করছেন। মাল্টাগাছে এখনো ফল ধরা শুরু করেনি। হঠাৎ সোমবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা বাগানের চারটি সারির সব গাছ কেটে দেয়।
কৃষক আব্দুল খালেক বলেন, ‘সকালে পরিচর্যার কাজে বাগানে গিয়ে দেখি, আমার বাগানের চারটি সারির প্রায় ৩০০ গাছ কেটে ফেলা হয়েছে। এলাকার কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তবু কে বা কারা এ কাজ করেছে, তা বুঝে উঠতে পারছি না।’
আব্দুল খালেক আরও বলেন, ‘অভাব-অনটনের সংসারে অনেক কষ্ট করে প্রায় ৪ বিঘা জমিতে পেয়ারা ও মাল্টা চাষ করেছি। এখন পর্যন্ত বাগানে ৫ লাখ টাকার ওপরে ব্যয় হয়েছে। তিন মাস ধরে পেয়ারা বিক্রি করছি, প্রায় ৫০ হাজার টাকার পেয়ারা বিক্রি হয়েছে।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরের চৌগাছায় আব্দুল খালেক নামের এক কৃষকের প্রায় ৩০০টি পেয়ারা ও মাল্টাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। আব্দুল খালেকের দাবি, এ ঘটনায় তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের পূর্ব মাঠে এ ঘটনা ঘটে।
কৃষক আব্দুল খালেক জানান, পেয়ারা চারা একবার রোপণ করলে চার বছর ফল বিক্রি করা যায়। সে হিসেবে তাঁর পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, আব্দুল খালেক চলতি মৌসুমে নিজ গ্রামের মাঠে সাড়ে ৪ বিঘা জমিতে মাল্টা ও থাই পেয়ারা চাষ করেন। তিন মাস ধরে আব্দুল খালেক পেয়ারা বিক্রি করছেন। মাল্টাগাছে এখনো ফল ধরা শুরু করেনি। হঠাৎ সোমবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা বাগানের চারটি সারির সব গাছ কেটে দেয়।
কৃষক আব্দুল খালেক বলেন, ‘সকালে পরিচর্যার কাজে বাগানে গিয়ে দেখি, আমার বাগানের চারটি সারির প্রায় ৩০০ গাছ কেটে ফেলা হয়েছে। এলাকার কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তবু কে বা কারা এ কাজ করেছে, তা বুঝে উঠতে পারছি না।’
আব্দুল খালেক আরও বলেন, ‘অভাব-অনটনের সংসারে অনেক কষ্ট করে প্রায় ৪ বিঘা জমিতে পেয়ারা ও মাল্টা চাষ করেছি। এখন পর্যন্ত বাগানে ৫ লাখ টাকার ওপরে ব্যয় হয়েছে। তিন মাস ধরে পেয়ারা বিক্রি করছি, প্রায় ৫০ হাজার টাকার পেয়ারা বিক্রি হয়েছে।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪