Ajker Patrika

সভাপতি আওলিয়ার সম্পাদক চঞ্চল

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৮: ১৬
Thumbnail image

চৌগাছা পৌর বিএনপির পুনরায় সভাপতি হয়েছেন সেলিম রেজা আওলিয়ার এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল হালিম চঞ্চলকে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদেও পুনরায় রাখা হয়েছে সহিদুল ইসলামকে।

গতকাল বুধবার যশোর জেলা বিএনপির কার্যালয় থেকে পদগুলোর জন্য অন্য কেউ মনোনয়নপত্র না কেনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা পুনরায় নির্বাচিত হন।

২০১৯ সালে আগের কমিটি বিলুপ্ত করে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়া হয়। কমিটিতে সেলিম রেজা আওলিয়ার আহ্বায়ক এবং আব্দুল হালিম চঞ্চল ও সহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সেলিম রেজা আওলিয়ার ২০০৪ সালে চৌগাছা পৌরসভা গঠিত হলে প্রশাসক এবং পরে ২০০৬ পৌর চেয়ারম্যান ও ২০১১ সালে মেয়র নির্বাচিত হন। আব্দুল হালিম চঞ্চল ২০২১ সালে চৌগাছা পৌর নির্বাচনে দলীয় প্রার্থী হয়ে জামানত হারান। অন্যদিকে সহিদুল ইসলাম পৌরসভা প্রতিষ্ঠার আগে পাঁচনমনা গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হন। ২০০৪ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর সদস্য এবং ২০০৬ থেকে টানা চারবার ২ নম্বর ওয়ার্ডের (পাঁচনমনা) নির্বাচিত কাউন্সিলর।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘আজ (বুধবার) মনোনয়নপত্র কেনার শেষ দিন ছিল। অন্য কেউ মনোনয়নপত্র না কেনায় তাঁরা তিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত