আধা ঘণ্টা ধরে আঙুলের ছাপ দিয়েও ভোট দেওয়া হলো না ষাটোর্ধ্ব হনুফার
ষাটোর্ধ্ব হনুফা বেগম দীর্ঘক্ষণ ধরে ইভিএমে আঙুলের ছাপ দিয়েই যাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। কোনোভাবেই ভোট নিতে না পেরে তাঁকে আবার আসার অনুরোধ করে ফিরিয়ে দেন ভোট কক্ষের দায়িত্বরত কর্মকর্তা। কারণ, এর মধ্যেই আধা ঘণ্টা পার হয়ে গেছে, ভোট দিতে আসা নারীদের সারিও দীর্ঘতর হচ্ছে।