Ajker Patrika

আমি জয়ের ব্যাপারে আশাবাদী, কোনো অভিযোগ নেই: জায়েদা খাতুন 

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর থেকে
আপডেট : ২৫ মে ২০২৩, ১১: ৩৯
আমি জয়ের ব্যাপারে আশাবাদী, কোনো অভিযোগ নেই: জায়েদা খাতুন 

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা ও টেবিল ঘড়ি মার্কার মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন বলেছেন, ‘আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আপনারা সবাই ভোটকেন্দ্রে এসে ভোট দিন। ইভিএম নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ভোটকেন্দ্রগুলোর পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। এসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জায়েদা খাতুন। ভোট দিয়ে বেরিয়ে তাঁর কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি। তবে তাঁর মুখ্য নির্বাচনী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ জানিয়েছেন। কিন্তু সুনির্দিষ্ট কোনো কেন্দ্রের নাম বলতে পারেননি তিনি। 

কাছাকাছি সময়ে ভোট দিয়ে এসে মায়ের সঙ্গে যুক্ত হন এই নগরীর সর্বশেষ মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘৪৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কিছু কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তবে এতে কিছু যায় আসে না। মা, ছেলে ও গাজীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছে আমার মা জায়েদা খাতুনকে ভোট দিতে। বিকেল ৪টা পর্যন্তই যেন ভোট গ্রহণ সুষ্ঠু হয়। কোনোভাবেই যেন সিসি ক্যামেরা ও ইভিএম মেশিন টেম্পারিং করা না হয়।’

সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা শেষ পর্যন্ত দেখব এমনটা জানিয়ে জাহাঙ্গীর বলেন, ‘আমরা ভোটের মাঠে আছি। সর্বশেষ পর্যন্ত দেখব, কোথাও কোনো কারচুপি হয়েছে কি না। যদি সুষ্ঠু হয় তবে আমরা ভোটের ফলকে স্বাগত জানাব এবং ভালো ভোটের জন্য সবাইকে ধন্যবাদ দেব। আর কোনো অনিয়ম হলে গাজীপুরবাসী তা মেনে নেবে না। এখন পর্যন্ত যে ভোট হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। ভোটারদের বলছি আপনারা কেন্দ্রে আসেন, ভোট দেন। এই শহর আপনাদের, ভোটের মালিক আপনারা। কোনো পেশিশক্তি যেন ভোট নষ্ট না করতে পারে।’

জনগণ ঐক্যবদ্ধ হলে কেউ বাধা দিয়ে ভোট নষ্ট করতে পারবে না বলে আশাবাদ জানিয়ে জাহাঙ্গীর বলেন, ‘আমাদের সব এজেন্ট কেন্দ্রে গেছে, কিছু এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের এজেন্ট তার পরও কেন্দ্রে ঢুকেছে। টঙ্গীতে কিছু জায়গায় এটা করেছে। আমরা আরও তথ্য নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত