Ajker Patrika

মতলবে বেপরোয়া কিশোর গ্যাং, অতিষ্ঠ এলাকাবাসী

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। দিনরাত এসব কিশোর ধারালো অস্ত্র নিয়ে দলবেঁধে বেপরোয়াভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। মারামারি, মেয়েদের উত্ত্যক্ত, মাদকসেবন, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে তারা। এ পরিস্থিতিতে অভিভাবকেরা উদ্বিগ্ন এবং এলাকাবাসী আতঙ্কিত। মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায়ও কিশোর গ্যাংয়ের বিষয় নিয়ে কথা উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের লুধুয়া রসুলপুর ব্রিজের ওপর, চান্দ্রাকান্দি বেড়িবাঁধ, মোহনপুর পর্যটনকেন্দ্র, সুগন্ধী, এখলাছপুর বেড়িবাঁধসহ বিভিন্ন এলাকায় দলবল নিয়ে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে এসব কিশোর গ্যাংয়ের সদস্যা। এমনকি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মোটরসাইকেল রেখে আড্ডা দিতে দেখা যায় তাদের।

সম্প্রতি উপজেলার বেলতলী এলাকায় মোফাজ্জল হোসেন নামের একজন পথচারী রাস্তা ছেড়ে দাঁড়ানোর কথা বলতেই তাকে তেড়ে মারতে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে লোকজন এগিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গত এক মাসে তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্যদের মারধরে কয়েকজন আহত হয়েছে। এদের ভয়ে থানায় অভিযোগ করার সাহস পায়নি ভুক্তভোগীরা।  

বাগানবাড়ি ইউনিয়নের কালির বাজারের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘কিশোর গ্যাংয়ের এক সদস্য এসে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিতে চাওয়ায় হাতে থাকা হেলমেট দিয়ে আমার মাথায় আঘাত করার চেষ্টা করে সে। একটু দূরেই দাঁড়িয়ে নজর রাখছিল কিশোর গ্যাংয়ের অন্য সদস্যরা।’ আশপাশের অন্য ব্যবসায়ীরাও এমন তিক্ত অভিজ্ঞতার কথা জানান।  

উপজেলার হরিণা এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘এলাকায় ইদানীং চুরির ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে মোবাইল চুরি হচ্ছে বেশি। দিনের বেলায়ও বাসা-বাড়ির জানালা বন্ধ করে রাখতে হচ্ছে। আমাদের প্রতি মুহূর্তে চোর ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে থাকতে হয়। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত কঠোর হস্তক্ষেপ কামনা করছি।’

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি নুর মোহাম্মদ খান বলেন, ‘আন্দোলন-পরবর্তীকালে কিছু কিশোরের ভেতর একটা হিরোইজম তৈরি হয়েছে। তারা নিজেদের একটি গ্রুপ তৈরি করে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে প্রশাসনকে আরও শক্ত ভূমিকা পালন করতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘গত শুক্রবার ও শনিবার রাতে কিশোর অপরাধী সন্দেহে ২০ জনকে আটক করেছি।’ কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত