নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে টঙ্গী এলাকায় বিভিন্ন কেন্দ্র ঘুরে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট পাওয়া যায়নি। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, তাঁদের কাছে যে নাম জমা দেওয়া হয়েছিল, তাঁরা সেগুলোই দেখছেন। এর বাইরে যারা আসেননি, তাঁরা তাঁদের খবর জানেন না।
মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, তাঁর মায়ের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আজকের পত্রিকা কমপক্ষে ১২টি নির্বাচনী কেন্দ্র ঘুরেছে।
৫৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমীর মো. কবির আজকের পত্রিকাকে বলেন, তাঁর এখানে সবাই নৌকার পোলিং এজেন্ট। তিনি অন্য কোনো পোলিং এজেন্ট পাননি। যাঁরা এখানে এসেছেন তাঁরাই কাজ করছেন।
৫৬ নম্বর ওয়ার্ডের রেনেসা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান নির্বাচনী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, তাঁর কাছে যেসব পোলিং এজেন্টের নাম জমা পড়েছে, তাঁরা সবাই নৌকার। অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট তিনি পাননি। তবে এখন পর্যন্ত কোনো পোলিং এজেন্ট এসেছেন তাঁকে ঢুকতে দেওয়া হয়নি তেমন কোনো ঘটনা ঘটেনি।
সাখাওয়াত হোসেনের কেন্দ্রটি নারী ভোটকেন্দ্র। এখানে মোট ভোটার আছেন ২ হাজার ১৬ জন। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৮ থেকে ২০ শতাংশ। সাখাওয়াত বলেন, নারী ভোটাররা একটু কম গতিতে ভোট দিচ্ছেন। তাই দেরি হচ্ছে। অনেক বয়স্ক নারী যাঁরা জানেন না তাঁদেরকে শিখিয়ে দিতে হচ্ছে। তাই এই কেন্দ্রের ভোট গ্রহণে একটু সময় লাগছে।
স্থানীয় অনেকেই জানিয়েছেন, টঙ্গীতে নৌকার মেয়র প্রার্থী আজমতউল্লা খানের প্রভাব বেশি থাকায় এখানে নৌকার এজেন্টই বেশি আছেন। অন্যদিকে গাজীপুর শহরের আশপাশে জাহাঙ্গীরের প্রভাব বেশি থাকায় সেখানে তাঁর পোলিং এজেন্ট আছেন।
জাহাঙ্গীর আলম বলেন, ‘৪৮০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। কিছু কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তবে এতে কিছু যায়-আসে না। গাজীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছে আমার মা জায়েদা খাতুনকে ভোট দিতে। বিকেল ৪টা পর্যন্তই যেন ভোট গ্রহণ সুষ্ঠু হয়। কোনোভাবেই যেন সিসি ক্যামেরা ও ইভিএম মেশিন টেম্পারিং করা না হয়।’
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে টঙ্গী এলাকায় বিভিন্ন কেন্দ্র ঘুরে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট পাওয়া যায়নি। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, তাঁদের কাছে যে নাম জমা দেওয়া হয়েছিল, তাঁরা সেগুলোই দেখছেন। এর বাইরে যারা আসেননি, তাঁরা তাঁদের খবর জানেন না।
মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, তাঁর মায়ের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আজকের পত্রিকা কমপক্ষে ১২টি নির্বাচনী কেন্দ্র ঘুরেছে।
৫৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমীর মো. কবির আজকের পত্রিকাকে বলেন, তাঁর এখানে সবাই নৌকার পোলিং এজেন্ট। তিনি অন্য কোনো পোলিং এজেন্ট পাননি। যাঁরা এখানে এসেছেন তাঁরাই কাজ করছেন।
৫৬ নম্বর ওয়ার্ডের রেনেসা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান নির্বাচনী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, তাঁর কাছে যেসব পোলিং এজেন্টের নাম জমা পড়েছে, তাঁরা সবাই নৌকার। অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট তিনি পাননি। তবে এখন পর্যন্ত কোনো পোলিং এজেন্ট এসেছেন তাঁকে ঢুকতে দেওয়া হয়নি তেমন কোনো ঘটনা ঘটেনি।
সাখাওয়াত হোসেনের কেন্দ্রটি নারী ভোটকেন্দ্র। এখানে মোট ভোটার আছেন ২ হাজার ১৬ জন। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৮ থেকে ২০ শতাংশ। সাখাওয়াত বলেন, নারী ভোটাররা একটু কম গতিতে ভোট দিচ্ছেন। তাই দেরি হচ্ছে। অনেক বয়স্ক নারী যাঁরা জানেন না তাঁদেরকে শিখিয়ে দিতে হচ্ছে। তাই এই কেন্দ্রের ভোট গ্রহণে একটু সময় লাগছে।
স্থানীয় অনেকেই জানিয়েছেন, টঙ্গীতে নৌকার মেয়র প্রার্থী আজমতউল্লা খানের প্রভাব বেশি থাকায় এখানে নৌকার এজেন্টই বেশি আছেন। অন্যদিকে গাজীপুর শহরের আশপাশে জাহাঙ্গীরের প্রভাব বেশি থাকায় সেখানে তাঁর পোলিং এজেন্ট আছেন।
জাহাঙ্গীর আলম বলেন, ‘৪৮০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। কিছু কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তবে এতে কিছু যায়-আসে না। গাজীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছে আমার মা জায়েদা খাতুনকে ভোট দিতে। বিকেল ৪টা পর্যন্তই যেন ভোট গ্রহণ সুষ্ঠু হয়। কোনোভাবেই যেন সিসি ক্যামেরা ও ইভিএম মেশিন টেম্পারিং করা না হয়।’
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:
যশোরের চৌগাছায় পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বুধবার (৭ মে) বিকেলে সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী।
১ মিনিট আগেফরিদপুরে দেড়লাখ টাকায় বিক্রি করা ৮ মাসের শিশু তানহাকে উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ। আদালতের আদেশে ওই শিশুর মাকে নিয়ে আজ বুধবার নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নে কুবাত শেখের বাড়িতে এই অভিযান চালানো হয়।
৮ মিনিট আগেরাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে আফতাব আহমেদ আবির (২০) নামের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) অন্তর্ভুক্ত শ্রমিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠছে। টাকা না পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা এমন কাজটি করছেন বলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
৩২ মিনিট আগে