সৌগত বসু ও নাঈমুল হাসান, টঙ্গী থেকে
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই কেন্দ্রে নারী ভোটারদের আলাদা লাইন তৈরি হয়েছে। আর যেসব কেন্দ্র শুধু নারীদের জন্য, সেখানেও ভোটার উপস্থিতি বেশ।
আজ বৃহস্পতিবার টঙ্গীর ১৫টি ওয়ার্ড ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের লাইন দীর্ঘ। তবে ইভিএম সম্পর্কে ধারণা না থাকায় নারী ভোটারদের ভোটগ্রহণে একটু সমস্যায় পড়তে হচ্ছে কেন্দ্রের কর্মকর্তাদের।
টঙ্গীর রেনেসাঁ নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতনে নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাখাওয়াত হোসেন বলেন, ‘এই কেন্দ্রে নারী ভোটার ২ হাজার ১৬ জন। বেলা ১টা পর্যন্ত ৬০০ জন ভোট দিয়েছেন। নারী ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সিরিয়ালি ভোট দিচ্ছেন। নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। আশা করছি ৭০ শতাংশ নারী ভোট দিতে আসবেন।’
অন্যদিকে গোপালপুর কিশোর বিদ্যানিকেতনে পুরুষ ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কেন্দ্রে পুরুষ ভোটার ২ হাজার ৬২৭ জন। দুপুর ১টা পর্যন্ত ৫৫৩ জন ভোট দিয়েছেন।’
ফারুক হোসেন আরও বলেন, ‘সকালে নারী ভোটাররা ভোট দিলেও পুরুষ ভোটারের উপস্থিতি একটু কম থাকে। পুরুষ ভোটাররা সাধারণত দুপুরের পর ভোট দিতে আসেন।’
টঙ্গীর মধুমিতা এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন শিলা নামে এক নারী ভোটার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের দিন সকালে ভোটের আমেজ থাকে। তাই সকালে ভোট দিতে কেন্দ্রে এসেছি। দুপুরে পারিবারিক কাজের ঝামেলা থাকে।’
আবু হাসেম টঙ্গীর গোপালপুর কিশোর বিদ্যানিকেতনে পুরুষ কেন্দ্রে ভোট দিয়েছেন। ইভিএমে সহজেই ভোট দিতে পেরে তিনি খুশি। দুপুরে ভোটকেন্দ্র একটু ফাঁকা থাকে, তাই দুপুরে ভোট দিয়েছেন।
এ ছাড়া পঞ্চাশোর্ধ্ব নারী ভোটারদের কেন্দ্রে সরব উপস্থিতি দেখা গেছে। ইভিএম সম্পর্কে ধারণা না থাকলেও ইভিএমে ভোট দিয়ে একরকম খুশি তাঁরা।
রেনেসাঁ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা ষাটোর্ধ্ব রহিমা বেগম আজকের পত্রিকাকে জানান, এর আগেও তিনি গাজীপুর সিটি নির্বাচনে ভোট দিয়েছেন। তবে সে সময় তিনি ভোট দিয়েছেন ব্যালট পেপারে। এই প্রথম তিনি ইভিএমে ভোট দিলেন। শুরুতে না বুঝলেও কেন্দ্রে থাকা কর্মকর্তারা ছবির মাধ্যমে তাঁকে ভোট দেওয়া শিখিয়ে দিয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ট্রান্সজেন্ডার ১৮ জন ভোটার।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই কেন্দ্রে নারী ভোটারদের আলাদা লাইন তৈরি হয়েছে। আর যেসব কেন্দ্র শুধু নারীদের জন্য, সেখানেও ভোটার উপস্থিতি বেশ।
আজ বৃহস্পতিবার টঙ্গীর ১৫টি ওয়ার্ড ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের লাইন দীর্ঘ। তবে ইভিএম সম্পর্কে ধারণা না থাকায় নারী ভোটারদের ভোটগ্রহণে একটু সমস্যায় পড়তে হচ্ছে কেন্দ্রের কর্মকর্তাদের।
টঙ্গীর রেনেসাঁ নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতনে নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাখাওয়াত হোসেন বলেন, ‘এই কেন্দ্রে নারী ভোটার ২ হাজার ১৬ জন। বেলা ১টা পর্যন্ত ৬০০ জন ভোট দিয়েছেন। নারী ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সিরিয়ালি ভোট দিচ্ছেন। নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। আশা করছি ৭০ শতাংশ নারী ভোট দিতে আসবেন।’
অন্যদিকে গোপালপুর কিশোর বিদ্যানিকেতনে পুরুষ ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কেন্দ্রে পুরুষ ভোটার ২ হাজার ৬২৭ জন। দুপুর ১টা পর্যন্ত ৫৫৩ জন ভোট দিয়েছেন।’
ফারুক হোসেন আরও বলেন, ‘সকালে নারী ভোটাররা ভোট দিলেও পুরুষ ভোটারের উপস্থিতি একটু কম থাকে। পুরুষ ভোটাররা সাধারণত দুপুরের পর ভোট দিতে আসেন।’
টঙ্গীর মধুমিতা এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন শিলা নামে এক নারী ভোটার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের দিন সকালে ভোটের আমেজ থাকে। তাই সকালে ভোট দিতে কেন্দ্রে এসেছি। দুপুরে পারিবারিক কাজের ঝামেলা থাকে।’
আবু হাসেম টঙ্গীর গোপালপুর কিশোর বিদ্যানিকেতনে পুরুষ কেন্দ্রে ভোট দিয়েছেন। ইভিএমে সহজেই ভোট দিতে পেরে তিনি খুশি। দুপুরে ভোটকেন্দ্র একটু ফাঁকা থাকে, তাই দুপুরে ভোট দিয়েছেন।
এ ছাড়া পঞ্চাশোর্ধ্ব নারী ভোটারদের কেন্দ্রে সরব উপস্থিতি দেখা গেছে। ইভিএম সম্পর্কে ধারণা না থাকলেও ইভিএমে ভোট দিয়ে একরকম খুশি তাঁরা।
রেনেসাঁ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা ষাটোর্ধ্ব রহিমা বেগম আজকের পত্রিকাকে জানান, এর আগেও তিনি গাজীপুর সিটি নির্বাচনে ভোট দিয়েছেন। তবে সে সময় তিনি ভোট দিয়েছেন ব্যালট পেপারে। এই প্রথম তিনি ইভিএমে ভোট দিলেন। শুরুতে না বুঝলেও কেন্দ্রে থাকা কর্মকর্তারা ছবির মাধ্যমে তাঁকে ভোট দেওয়া শিখিয়ে দিয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ট্রান্সজেন্ডার ১৮ জন ভোটার।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৪ মিনিট আগে