Ajker Patrika

ভোট নিয়ে সন্তুষ্ট স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী রনি 

সৌগত বসু ও নাঈমুল হাসান, গাজীপুর থেকে
আপডেট : ২৫ মে ২০২৩, ১০: ৫৮
ভোট নিয়ে সন্তুষ্ট স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী রনি 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হাতি প্রতীকের সরকার শাহিনুর ইসলাম রনি বলেছেন, সেকেন্ডে তিনি ভোট দিয়েছেন। কেন্দ্রের পরিবেশ ঠিক আছে। তিনি ভোট দিয়ে সন্তুষ্ট। আজ সকাল ৯টায় তিনি টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রনি।

রনি বলেন, কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো। এই কেন্দ্রে তাঁর পোলিং এজেন্ট আছে। মোটামুটি ভোটার উপস্থিতি আছে। রনি সাবেক জাতীয় পার্টির সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের ভাইয়ের ছেলে। তবে এখন তাঁর পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

সাংবাদিকদের কাছে রনি অভিযোগ করে বলেন, যেহেতু তিনি একটি দলের (বিএনপি) হয়ে কাজ করছেন, তাই বিভিন্ন বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছেন। অনেক কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গত পাঁচ দিন যাবৎ গ্রেপ্তার আতঙ্ক চলছে।

রনি বলেন, তাঁর কাশিমপুর কেন্দ্রে অনেক এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। টঙ্গীর একটা কেন্দ্রে একজন নারী ভোটারকে ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া বাইরে যারা আছেন তাঁদেরও সমস্যা করা হচ্ছে। তবে ভেতরের পরিবেশ এখনো সুস্থ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত