Ajker Patrika

ইভিএমে বয়স্ক মানুষের সমস্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে 
আপডেট : ২৫ মে ২০২৩, ১৫: ০৪
ইভিএমে বয়স্ক মানুষের সমস্যা

নিম্নবিত্ত ও বয়স্ক মানুষের জন্য গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোট প্রদানে একধরনের সমস্যা তৈরি করছে। ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, তা না জানার কারণে অনেকেই উল্টোপাল্টা ইভিএম বাটনে চাপ দিচ্ছেন। এতে নষ্ট হচ্ছে ইভিএম, সময়ক্ষেপণ হচ্ছে ভোট গ্রহণে। আজ বৃহস্পতিবার টঙ্গীর মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন অভিযোগ পাওয়া গেছে। 

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মসউদ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, তাঁর কেন্দ্রে ৮টি বুথ রয়েছে। আর ইভিএম রয়েছে ১২টি। সকালে ভোট গ্রহণ শুরুর পর একটি ইভিএম নষ্ট হয়েছিল। তবে সেটি ঠিক করা হয়েছে। সকাল ১০টার দিকে এই কেন্দ্র ঘুরে দেখার সময় আরেকটি ইভিএম নষ্ট পাওয়া যায়। সেটিও টেকনিক্যাল কর্মীরা ঠিক করেছিলেন। 

প্রিসাইডিং অফিসার বলেন, ‘বয়স্ক মানুষেরা অনেকে না বুঝে ইভিএমে উল্টাপাল্টা চাপ দিচ্ছেন। যার ফলে সেটি নষ্ট হয়ে যাচ্ছে। এতে ভোটগ্রহণ সাময়িক বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে আমাদের যাঁরা টেকনিক্যাল কর্মী আছেন, সেটি তাঁরা আবার ঠিক করছেন।’ 

এই কর্মকর্তা জানান, ইভিএমে যাঁর ভোট তিনি সম্পূর্ণরূপে শেষ না করা পর্যন্ত পরবর্তী ভোট নেওয়া যাচ্ছে না। সে কারণে সমস্যা আরও বেশি হয়। সকালের ইভিএম যেটি নষ্ট হয়েছিল, সেটি একজন বয়স্ক নারী ভোটারের জন্য হয়েছিল। এখনো যেটি সমস্যা করছে, সেটি এমন একজন বয়স্ক ভোটারের জন্য। 

কথোপকথনের একপর্যায়ে গিয়াসউদ্দিন নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি ভোট দিতে আসেন। গিয়াসউদ্দিনের কাছে ইভিএম ছিল একদমই নতুন। কেন্দ্রে সিসি ক্যামেরা ও নির্দেশনা থাকায় নির্বাচন সহকারী কর্মকর্তা পোলিং বুথে ঢুকতে পারবেন না। তাই গিয়াসউদ্দিনের ভোট দিতে কমপক্ষে ১০ মিনিট সময় লেগেছে। বাইরে থেকে ওই কর্মকর্তা বিভিন্ন নির্দেশনা দিলেও সেটি গিয়াসউদ্দিন ঠিকঠাকভাবে বুঝতে পারছিলেন না। একপর্যায়ে ভোটদান শেষ করতে পারেন তিনি। 

ভোট দিয়ে বাইরে এসে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিন বাটনে চাপ মারছি। হইলে হইব।’ তবে সেটি পছন্দের প্রার্থীর কিনা, তিনি এখনো সে বিষয়ে নিশ্চিত নন। 
প্রিসাইডিং কর্মকর্তা জানান, তাঁর কেন্দ্রে ২ হাজার ৬৯০ জন ভোটার রয়েছে। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২০০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত