স্থবিরতা কাটিয়ে নবোদ্যমে ঘিওরের ঢাকঢোলপাড়া
ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামের মনিদাশপাড়াকে সবাই ঢাক-ঢোল পাড়া হিসেবেই চেনে। করোনায় দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নবোদ্যমে জেগে উঠেছে মুনিদাশপাড়া। এসে গেছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। আর দুর্গাপূজা সামনে রেখে ঢাক, ঢোল, ডুগি, তবলা আর কঙ্গ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।