Ajker Patrika

জাল নোটসহ যুবককে পুলিশে দিল জনতা

শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫১
Thumbnail image

গাজীপুরের শ্রীপুরে জাল নোট লেনদেনের সময় রাজিব নামের (৩৮) এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার প্রশিকা মোড় থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রাজিবের (৩৮) বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া গ্রামে।

স্থানীয় চা দোকানি মো. সিরাজ মিয়া বলেন, যুবক রাজিব মিয়া দোকান থেকে এক প্যাকেট সিগারেট নেন। এর কিছুক্ষণ পর থেকে থেকে ১ হাজার টাকার একটি নোট দেন। টাকাটা হাতে নিয়ে সন্দেহ হলে, দোকানি আরও টাকা আছে জানতে চান। যুবক দোকানিকে আবারও নতুন টাকা দিলে সন্দেহ হয়। এরপর আশপাশের লোকজন জড়ো করে টাকা জাল বলে অনেকেই মত দেন। এরপর তাঁর দেহ তল্লাশি করে তাঁর কাছ থেকে ১৩টি ১ হাজার টাকার জাল নোট পায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক মো. রাজিব প্রতারক চক্রের সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত