Ajker Patrika

শিবালয়ে প্রতিবন্ধী কিশোরকে যৌন নির্যাতন, গ্রেপ্তার ২

শিবালয় প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৪৫
শিবালয়ে প্রতিবন্ধী কিশোরকে যৌন নির্যাতন, গ্রেপ্তার ২

শিবালয়ে প্রতিবন্ধী এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হবিবর শেখ (৬৪) ও নীল কমল সরকার (৩৯)।

অপর অভিযুক্তরা হলেন কহিনুর মিয়া (৫৫), সাইফুল ইসলাম (৪৫), মোশারফ হোসেন মুশা (২৮) ও স্বপন মিয়া (৩৫)। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের সবাই মানসিক ভারসাম্যহীন। অভিযুক্তরা ভুক্তভোগীকে টাকার লোভ দেখিয়ে তেওতা জমিদার বাড়িতে নিয়ে যৌন নির্যাতন করে। ভুক্তভোগী বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে শিবালয় থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম খন্দকার মামলা করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির জানান, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া জবানবন্দি রেকর্ড করার জন্য ভুক্তভোগীকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত