শ্রীপুর প্রতিনিধি
শ্রীপুরের স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করেছেন প্রবাসী মো. বিল্লাল হোসেন। তাঁর অভিযোগ নগদ টাকা ও জমি লিখে না দিলে স্ত্রী সংসার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলামের আদালত শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে তা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরকে নির্দেশ দিয়েছেন।
যৌতুক নিরোধ আইন ২০১৮-এর ৩ ধারায় আদালতে মামলাটি করা হয়েছে। ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তিনি দুই যুগের বেশি সময় ধরে প্রবাসে থেকেছেন। অভিযুক্ত স্ত্রী মাসুদা খাতুন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভখাঁ গ্রামের আ. ছালামের মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী বিল্লাল হোসেনের সঙ্গে অভিযুক্ত মাসুদা খাতুনের ২০২০ সালের ২৭ নভেম্বর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর বিল্লাল হোসেন প্রবাসে চলে যান। এরপর থেকে নিজের উপার্জনের সব অর্থ অভিযুক্তকে পাঠাতেন। কয়েক মাস আগে প্রবাসী বিল্লাল হোসেন বাংলাদেশে এসে শ্বশুর বাড়ি থেকে তাঁর স্ত্রীকে আনতে গেলে নানা রকম তালবাহানা শুরু করেন। একপর্যায়ে পামের ভালুকা উপজেলার ২০ লাখ টাকা মূল্যের জমি লিখে দিলে তাঁর সংসার করবে বলে জানান এবং তাকে নগদ ৫ লাখ টাকা নগদ দিতে হবে বলে সাফ জানিয়ে দেন। রাজি না হওয়ায় একপর্যায়ে স্বামীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
অভিযুক্ত মাসুদা খাতুন বলেন, ‘তিনি মামলা করলে আদালতে জবাব দেব। স্বামীর বাড়ির ভাত খেতে অনেক সময় বউদের এ রকম করতে হয়।’ টাকা আর জমি লিখে দেওয়ার চাপ সৃষ্টির বিষয়ে সঠিক জবাব দেননি তিনি।
ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন বলেন, ‘সারা জীবনের সঞ্চয় স্ত্রীকে দিয়েছি। সে আমার টাকা দিয়ে বাবার বাড়িতে জমাজমি কিনেছে। সে পরিষ্কার জানিয়েছে টাকা আর জমি লিখে দিলে সংসার করবে। এ জন্য ন্যায় বিচার চাইতে আদালতে মামলা করছি। আশা করি বিচার পাব।’
গাজীপুর জজ কোর্টের আইনজীবী রেদোয়ান আল রুমান বলেন, ‘স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলাটি আমলে নিয়েছেন আদালত। তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন। আশা করি ভুক্তভোগী আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন।’
শ্রীপুরের স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করেছেন প্রবাসী মো. বিল্লাল হোসেন। তাঁর অভিযোগ নগদ টাকা ও জমি লিখে না দিলে স্ত্রী সংসার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলামের আদালত শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে তা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরকে নির্দেশ দিয়েছেন।
যৌতুক নিরোধ আইন ২০১৮-এর ৩ ধারায় আদালতে মামলাটি করা হয়েছে। ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তিনি দুই যুগের বেশি সময় ধরে প্রবাসে থেকেছেন। অভিযুক্ত স্ত্রী মাসুদা খাতুন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভখাঁ গ্রামের আ. ছালামের মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী বিল্লাল হোসেনের সঙ্গে অভিযুক্ত মাসুদা খাতুনের ২০২০ সালের ২৭ নভেম্বর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর বিল্লাল হোসেন প্রবাসে চলে যান। এরপর থেকে নিজের উপার্জনের সব অর্থ অভিযুক্তকে পাঠাতেন। কয়েক মাস আগে প্রবাসী বিল্লাল হোসেন বাংলাদেশে এসে শ্বশুর বাড়ি থেকে তাঁর স্ত্রীকে আনতে গেলে নানা রকম তালবাহানা শুরু করেন। একপর্যায়ে পামের ভালুকা উপজেলার ২০ লাখ টাকা মূল্যের জমি লিখে দিলে তাঁর সংসার করবে বলে জানান এবং তাকে নগদ ৫ লাখ টাকা নগদ দিতে হবে বলে সাফ জানিয়ে দেন। রাজি না হওয়ায় একপর্যায়ে স্বামীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
অভিযুক্ত মাসুদা খাতুন বলেন, ‘তিনি মামলা করলে আদালতে জবাব দেব। স্বামীর বাড়ির ভাত খেতে অনেক সময় বউদের এ রকম করতে হয়।’ টাকা আর জমি লিখে দেওয়ার চাপ সৃষ্টির বিষয়ে সঠিক জবাব দেননি তিনি।
ভুক্তভোগী মো. বিল্লাল হোসেন বলেন, ‘সারা জীবনের সঞ্চয় স্ত্রীকে দিয়েছি। সে আমার টাকা দিয়ে বাবার বাড়িতে জমাজমি কিনেছে। সে পরিষ্কার জানিয়েছে টাকা আর জমি লিখে দিলে সংসার করবে। এ জন্য ন্যায় বিচার চাইতে আদালতে মামলা করছি। আশা করি বিচার পাব।’
গাজীপুর জজ কোর্টের আইনজীবী রেদোয়ান আল রুমান বলেন, ‘স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলাটি আমলে নিয়েছেন আদালত। তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন। আশা করি ভুক্তভোগী আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪